রাজধানীতে সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি শুরু
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ১৫:৩৭
রাজধানীতে সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি শুরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর কারওয়ান বাজার টিসিবি ভবন চত্বরে সরকারের নির্ধারিত দামে (প্রতি পিস ১২ টাকা) ডিম বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।


সোমবার (১৬ অক্টোবর) এই ট্রাকসেল (খোলা বাজারে) কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।


ভোক্তা-অধিকারের পৃষ্ঠপোষকতায় এ কার্যক্রমে সহায়তা করছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। ঢাকার ১৬ থেকে ২০টি পয়েন্টে এ কার্যক্রম পরিচালনা করা হবে।


ভোক্তা-অধিকারের মহাপরিচালক বলেন, ডিমের বাজার ঠিক রাখতে আমরা প্রতিটি গ্রুপের সঙ্গে মিটিং করেছি। প্রান্তিক খামারিরা এখনো ৮০ শতাংশ ডিম উৎপাদন করেন। কর্পোরেট গ্রুপ কন্ট্যাক্ট ফার্মিংয়ের মাধ্যমে সারা দেশের ডিমের বাজার নিয়ন্ত্রণ করছিল।


তিনি আরো বলেন, গত বছর আইনানুগ ব্যবস্থা নেয়ার পর আমরা ধারণা করেছিলাম, এ বছর একটা সিস্টেমে চলবে। কিন্তু গত ৬ আগস্টের ১২ টাকার ডিম ৯ আগস্ট ১৫ টাকা হয়ে গেল। অর্থাৎ এ বছরও একইরকম কারসাজির নীলনকশা করা হয়েছিল। এরপর সারাদেশে ব্যাপকভাবে অভিযান করেছি। তখন আমরা সাড়ে ১২ টাকায় ডিমের দাম এনেছিলাম।


এ এইচ এম সফিকুজ্জামান বলেন, প্রান্তিক খামারিদের ফিড থেকে শুরু করে সবকিছু কর্পোরেট প্রতিষ্ঠানগুলো থেকে কিনতে হয়। এ কারণেই তারা পোষাতে পারে না। গত বৃহস্পতিবার পোল্ট্রি অ্যাসোসিয়েশন জানাল তারা সরাসরি খামার থেকে ডিম এনে ১২ টাকায় বিক্রি করবে। এরই ধারাবাহিকতায় সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি কার্যক্রম শুরু হলো।


এ সময় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com