তিন কোম্পানির শেয়ার নিয়ে সতর্কতা ডিএসই’র
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ১৮:০৬
তিন কোম্পানির শেয়ার নিয়ে সতর্কতা ডিএসই’র
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ারদর অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে বলে মনে করেছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এই জন্য কোম্পানি তিনটির শেয়ারে বিনিয়োগের বিষয়ে সতর্কতা জারি করেছে প্রতিষ্ঠানটি। কোম্পানি তিনটির মধ্যে রয়েছে আজিজ পাইপ, শ্যামপুর সুগার এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা যায়।


সূত্রমতে, কোম্পানি তিনটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানি তিনটির কর্তৃপক্ষকে নোটিশ পাঠায়।


ডিএসইর চিঠির জবাবে কোম্পানি তিনটির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানি দুইটির শেয়ার দর অস্বাভাবিক হারে বেড়েছে।


আজিজ পাইপ: গত ০৫ জুলাই কোম্পানিটির শেয়ার দর ছিল ৯৮ টাকা ৫০ পয়সা। আজ ১৮ জুলাই কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ টাকা ৭০ পয়সায় । অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৫ টাকা ২০ বা ৩৬ শতাংশ।


শ্যামপুর সুগার: গত ১৯ জুন কোম্পানিটির শেয়ার দর ছিল ৮৭ টাকা ৫০ পয়সা। আজ ১৮ জুলাই কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়িয়েছে ১১৯ টাকা ১০ পয়সায়। অর্থাৎ একমাসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪০ টাকা ৬০ পয়সা বা ৫২ শতাংশ।


ওয়েস্টার্ন মেরিন: গত ০৯ জুলাই কোম্পানিটির শেয়ার দর ছিল ১১ টাকা। গত ১৭ জুলাই কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়িয়েছে ১৫ টাকা ১০ পয়সায়। অর্থাৎ মাত্র ছয় কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪ টাকা ১০ পয়সা বা ৩৭ শতাংশ। সবশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪ টাকা ৩০ পয়সায়।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com