
রাজবাড়ীসহ সারাদেশের মানুষের শান্তি ও মঙ্গল কামনায় বৃষ্টি প্রার্থনায় বিশেষ নামাজ সালাতুল ইসতিসকা আদায় করা হয়েছে।
৩০ এপ্রিল, মঙ্গলবার সকালে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বৃষ্টি প্রার্থনার বিশেষ দুই রাকাত নামাজের আয়োজন করে রাজবাড়ী পৌরসভা।
নামাজ পরিচালনা করেন জেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা ইলিয়াস হোসেন। নামাজ শেষে অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত ও দোয়া। এসময় বৃষ্টি প্রার্থনায় বিশেষ নামাজ সালাতুল ইসতিসকায় অংশ নেয় শতাধিক ধর্মপ্রাণ মুসুল্লিরা।
নামাজ শেষে রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর মেখ তিতু বলেন, তীব্র তাপদাহে পুড়ছে সারাদেশের মানুষসহ পশুপাখি, নষ্ট হচ্ছে কৃষকের ফসল। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতেই এই নামাজের আয়োজন করা হয়েছে। আল্লাহ রব্বুল আলামীন যেন এই এবাদত কবুল করে রহমতের বৃষ্টি দান করেন সেই প্রার্থনা করা হয়েছে।
বিবার্তা/মিঠুন/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]