বাংলাদেশে ১৪১০ কোটি টাকা ব্যয়ে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে ভারতীয় কোম্পানি
প্রকাশ : ২৯ জুন ২০২৩, ২১:০৭
বাংলাদেশে ১৪১০ কোটি টাকা ব্যয়ে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে ভারতীয় কোম্পানি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশে ১০০ মেগাওয়াটের একটি সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে ভারতের আমারা রাজা ইনফ্রা প্রাইভেট লিমিটেড (এআরআইপিএল)। গত মঙ্গলবার (২৭ জুন) আমার রাজা ইনফ্রা প্রাইভেট গ্রুপ এ তথ্য নিশ্চিত করেছে।


এ প্রকল্পের জন্য গ্রুপটি ১৩ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে, যা বাংলাদেশের প্রায় ১ হাজার ৪১০ কোটি টাকার মতো। এই বিনিয়োগের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে আত্মপ্রকাশ করবে আমারা রাজা গ্রুপ।


আমারা রাজা ইনফ্রা প্রাইভেট লিমিটেড এই প্রকল্পে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্রের প্রকৌশল, নকশা প্রণয়ন, বিদ্যুৎ সরবরাহ, ইনস্টলেশন, কমিশনিং প্রভৃতি কাজ করবে।


আমারা রাজা গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে, তারা ১৮ মাসের মধ্যে প্রকল্প স্থাপনের কাজ সম্পন্ন করবে। এতে অর্থায়ন করবে ভারতের এক্সিম ব্যাংক।


প্রকল্পটি চালু হওয়ার পর এআরআইপিএল দুই বছর সার্বিক পরিচালন কার্যক্রম ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত পরিষেবা দেবে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com