শিরোনাম
ব্যাংক ঋণের সুদহার কমাতে কমিটি গঠন
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০১৯, ২২:৪৯
ব্যাংক ঋণের সুদহার কমাতে কমিটি গঠন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ব্যাংক ঋণের সুদহার কমাতে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামানকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়।


রবিবার সন্ধ্যায় গভর্নর ফজলে কবির এ কমিটি গঠন করেন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।


কমিটির অন্য সদস্যরা হলেন, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত, স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওবায়েদ উল্লাহ্ আল্ মাসুদ, ব্যাংকের নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান, আইএফআইসি ব্যাংকের এমডি শাহ আলম সারওয়ার ও এনআরবি ব্যাংকের এমডি মো. মেহমুদ হোসেন।


গঠিত এ কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে ব্যাংক ঋণের সুদহার কমানোর প্রক্রিয়ার বিষয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তবে কমিটি চাইলে সদস্য সংখ্যা বাড়াতে পারবে বলেও এখতিয়ার দেয়া হয়েছে।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com