শিরোনাম
খোলাবাজারে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৪:০৪
খোলাবাজারে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীতে খোলাবাজারে ট্রাকে করে ৪৫ টাকা দরে দেশি পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।


মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানীর পাঁচটি স্থানে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে বলে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির জানিয়েছেন। তিনি জানান, পর্যায়ক্রমে আরো বিভিন্ন স্থান থেকে ট্রাক সেল শুরু হবে।


টিসিবি সূত্র জানিয়েছে, প্রতি ক্রেতা সর্বোচ্চ দুই কেজি করে পেঁয়াজ কিনতে পারবেন। এক একটি ট্রাকে এক হাজার কেজি পেঁয়াজ রয়েছে।


গত রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে খোলাবাজারে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যটির মূল্য ঊর্ধ্বগতি ঠেকাতে এমন সিদ্ধান্ত নেয় সরকার।


প্রসঙ্গত, ভারত পেঁয়াজের রফতানিমূল্য নির্ধারণ করে দেয়ায় দেশের বাজারে প্রতিদিনই বাড়ছে পেঁয়াজের দাম। চার দিনের ব্যবধানে ঢাকাসহ সারা দেশে বাজারভেদে প্রতি কেজি পেঁয়াজের দাম ২৫-৩০ টাকা বেড়েছে।


এদিকে দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিতে এলসি মার্জিন, সুদের হার হ্রাস, বন্দরে দ্রুত খালাস এবং নির্বিঘ্নে পরিবহন নিশ্চিত করতে সরকারের তরফ থেকে উদ্যোগ নেয়া হলেও তা কাজে আসছে না। প্রতিদিনই দাম বেড়েই যাচ্ছে।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com