শিরোনাম
ঢাকায় হাজির দেব-রুক্মিনী
প্রকাশ : ১২ জুলাই ২০১৯, ১১:২১
ঢাকায় হাজির দেব-রুক্মিনী
বিনোদন প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বন্ধুত্বের কুয়াশায় ঢাকা ভালোবাসা, মিঠে আলোয় এখন চকচকে। কথা কিছু কিছু সত্যি মুখে বলা যায় না! তাইতো হাতের ট্যাটুতে এঁকে দিয়েছেন প্রেমের সাতকাহত। টলিপাড়ার ওপেন সিক্রেট দেব-রুক্মিণীর ভালোবাসা।


টালিপাড়ায় বর্তমানে সবচেয়ে আলোচিত জুটি দেব-রুক্মিনী। তাদের বাস্তব প্রেম নিয়ে মুখরোচক গল্পের শেষ নেই। কখনো কখনো শোনা যায় তারা বিয়ে করে ফেলেছেন। আবার কখনো শোনা যায়, বিয়ের আয়োজন করতে যাচ্ছেন। বিদেশে ছুটি কাটাতে যান তারা। সব মিলিয়ে সব সময় আলোচনায় থাকে তাদের প্রেম। এবার প্রেমিকাকে নিয়ে ঢাকার সিনেমা হলে হাজির দেব!



শুক্রবার ঢাকার ‘বলাকা’, স্টার সিনেপ্লেক্স, ‘রাজমনি’, ‘পূরবী’, ‘মধুমিতা’, ‘চিত্রামহল’, ‘অভিষার’, ‘এশিয়া’, ‘বিজিবি’, ‘সেনা’, ‘শাহীন’, ‘আনন্দ’, ‘মুক্তি’, ‘পুনম’, ‘গীত সিনেমা’সহ সারাদেশের মোট ৫৮টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে রাজা চন্দ পরিচালিত দেব-রুক্মিনী অভিনীত ভারতীয় বাংলা সিনেমা ‘কিডন্যাপ’।


ছবিটি আমদানি করেছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। এই প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান বলেন, অর্ধশতাধিক সিনেমা হলে ‘কিডন্যাপ’ মুক্তি দেয়ার চেষ্টা করছি আমরা। বাংলাদেশে দেব-রুক্মিণীর অনেক ভক্ত আছে। তাদের জন্যই মুক্তি দিলাম ছবিটি। যেহেতু আমাদের দেশে সিনেমার সংখ্যা কমে যাচ্ছে, তাই আমরা চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি ভারতের নতুন বাংলা ছবি এখন থেকে নিয়মিত আমদানি করব।’


জানা গেছে, নারী পাচার নিয়ে ‘কিডন্যাপ’ ছবিটির কাহিনী এগিয়েছে। মূখ্যমন্ত্রীর মেয়েকে অপহরণ করে নারী পাচারকারীরা। তাদের মুখোশ উন্মোচন করতে এক নারী সাংবাদিক আদা-জল খেয়ে নেমে পড়ে। কিন্তু একসময় সে-ও নারী পাচারকারী চক্রের খপ্পড়ে পড়ে যায়। ওই নারী সাংবাদিককে উদ্ধার করতে মিশনে নামে দেব।


গেল ঈদে কলকাতায় মুক্তি পায় ছবিটি। সেখানে বেশ ভালো ব্যবসাও করে। এবার দেখার পালা বাংলাদেশের দর্শক ছবিটি দেখেন কী না। এতে দেব, রুক্মিণী ছাড়াও অভিনয় করেছেন চন্দন সেন, শ্রীপর্ণা সেন, প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ৷ ছবির সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলি ৷ ছবিটি দেব নিজেই প্রযোজনা করেছেন।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com