
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। সম্প্রতি পেটের সমস্যার কারণে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন শাকিব খানের ঘনিষ্ঠ প্রযোজক মোহাম্মদ ইকবাল।
ইকবাল বলেন, কয়েক দিন যাবৎ শাকিব খান বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন। গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে গিয়েছিল। এরপর তাকে ল্যাবএইডে নেয়া হয়। এখন অনেকটা সুস্থ হয়ে বাসায় ফিরেছে তিনি। আপাতত শুটিংয়েও অংশ নিচ্ছেন না। পুরোপুরি সুস্থ হয়ে তবেই শুটিংয়ে ফিরবেন।
বর্তমানে কাজী হায়াৎ পরিচালিত ‘বীর’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত শাকিব খান।সিনেমাটি প্রযোজনা করছেন মো. ইকবাল। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]