
বলিউড সুপাস্টার সালমান খানের ‘দাবাং-থ্রি’ সিনেমাটি ইতিমধ্যে ১০০ কোটি রুপির বেশি আয় করেছে।
ওপেনিং সপ্তাহে দাবাং থ্রির বক্স অফিস কালেকশন
প্রথম দিন : ২৪.৫০ কোটি রুপি
দ্বিতীয় দিন : ২৪.৭৫ কোটি রুপি
তৃতীয় দিন : ৩১.৯০ কোটি রুপি
চতুর্থ দিন : ১০.৭০ কোটি রুপি
পঞ্চম দিন : ১২ কোটি রুপি
ষষ্ট দিন : ১৫.৭০ কোটি রুপি
সপ্তম দিন : ৬-৭ কোটি রুপি
সপ্তাহজুড়ে সব মিলিয়ে ১২৬ কোটি রুপি আয় হয়েছে দাবাং থ্রি’র। বলিউড হাঙ্গামা বলছে, দাবাং সিরিজের প্রথম ছবিটি সব মিলিয়ে আয় করেছিল ১৩৮.৮৮ কোটি রুপি। আর দাবাং টু এর আয় ছিল ১৫৫ কোটি রুপি। দাবাং থ্রি ব্যবসার দিক দিয়ে তার প্রিকুয়েল ছবি দুটিকে ছড়িয়ে যাবে বলেই ধারণা করা হচ্ছে।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]