শিরোনাম
প্রবীণ অভিনেতা গিরিশ কারনাড আর নেই
প্রকাশ : ১০ জুন ২০১৯, ১০:৪১
প্রবীণ অভিনেতা গিরিশ কারনাড আর নেই
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

চলে গেলেন ভারতীয় চলচ্চিত্র এবং মঞ্চের কিংবদন্তী অভিনেতা গিরিশ কারনাড। আজ সকালে বেঙ্গালুরুতে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।


বহু জনপ্রিয় ছবির পরিচালক ছিলেন তিনি। পাশাপাশি, কন্নড় ভাষার নামী সাহিত্যিকও ছিলেন তিনি। নাটক, সাহিত্য, সিনেমায় ছিল তার অবাধ বিচরণ। সিনেমার পাশাপাশি নাটকেও দিকপাল ছিলেন গিরিশ কারনাড।


১৯৬০ থেকে কন্নড় ভাষায় লেখক হিসেবে গিরিশ পরিচিতি পেতে শুরু করেন। পদ্মশ্রী এবং পদ্মভূষণ পেয়েছিলেন গিরিশ। ঝুলিতে রয়েছে চারটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও।


১৯৭০-এ মুক্তিপ্রাপ্ত ‘সংস্কার’ ছিল তার ডেবিউ ছবি। একে একে ‘নিশান্ত’ (১৯৭৫), ‘মন্থন’ (১৯৭৬), ‘স্বামী’ (১৯৭৭), ‘পুকার’ (২০০০)-এর মতো ছবিতে অভিনয় করেন। ২০০৫-এ মুক্তিপ্রাপ্ত ‘ইকবাল’-এ তার অভিনয় পছন্দ করেছিলেন দর্শক। সালমন খানের সঙ্গে ২০১২-এ ‘এক থা টাইগার’ এবং ২০১৭-এ ‘টাইগার জিন্দা হ্যায়’তেও গিরিশের অভিনয় দেখেছেন দর্শক।


অন্যদিকে, টেলিভিশনেও গিরিশ সমান স্বচ্ছন্দ ছিলেন। ১৯৮৬-’৮৭তে জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘মালগুডি ডেজ’-এ অভিনয় করেছিলেন। প্রবীণ এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিল্পী মহলে। সূত্র: এনডিটিভি


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com