
নাট্যনির্মাতা মাহমুদুর রহমান হিমির নির্দেশনায় এর আগে আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী ‘আনএক্সপেক্টেড স্টোরি’ ও ‘আনএক্সপেক্টেড সারপ্রাইজ’ নাটকে অভিনয় করেছিলেন। এই নিয়ে তৃতীয়বারের মতো তারা দু’জন হিমিরি নির্দেশনায় আগামী ঈদের জন্য আরো একটি নাটকে অভিনয় করেছেন।
গেলো বুধ ও বৃহস্পতিবার নাটকটির দৃশ্যায়ণের কাজ শেষ হয়েছে। নাটকটি রচনা করেছেন দয়াল সাহা। নাটকের নাম ‘উইন অর লস’ নাটকে নিশো অভিনয় করেছেন সিমন চরিত্রে এবং মেহজাবিন অভিনয় করেছেন রুবি চরিত্রে।
নির্মাতা হিমি বলেন, ‘এবারের ঈদে আমি তিনটি নাটক নির্মাণ করেছি। তিনটি নাটকের গল্পই অসাধারণ। তবে উইন অর লস’ নাটকের গল্পটা একটু ভিন্নরকম। নিশো ভাই এবং মেহজাবিন দু’জনেই অসাধারণ অভিনয় করেছেন। ঈদের কাছাকাছি সময়ে এসেও তারা দু’জন সিডিউল দিয়ে অনেক আন্তরিকতা নিয়ে কাজটি করেছেন। যে কারণে খুব ভালো একটি নাটকে তা রূপান্তরিত হয়েছে।’
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘হিমির মধ্যে ভালো কাজ করার দারুণ চেষ্টা আছে। নির্মাণ নিয়ে কোনরকম তাড়াহুড়া দেখিনা তার মধ্যে। একটি দৃশ্য ক্যামেরাবন্দী করার আগে শিল্পীদের সঙ্গে আলোচনা করে তারপর তা ধারণ করে। তাতে শিল্পীর কাছে নির্মাতা যা চান তাই শিল্পী অনায়াসে দেবার চেষ্টা করেন। আমি ও মেহজাবিন এই নাটকে কাজ করে ভীষণ মজা পেয়েছি। নাটকের গল্পটা এক কথায় দারুণ।’
মেহজাবিন বলেন, ‘একই পরিচালকের নির্দেশনায় এর আগেও দুটি নাটকে কাজ করেছি নিশো ভাইয়ার বিপরীতে। দুটো নাটকই দর্শকের কাছে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে। আশা করছি এ নাটকটিও দর্শকের অনেক ভালোলাগবে। কারণ আগের নাটক দুটির চেয়ে এই নাটকে হিমি ভাই নিজের মেধাকে আরো বেশি কাজে লাগানোর চেষ্টা করেছেন। আর যথারীতি আমি আর নিশো ভাই চেষ্টা করি সবসময়ই একটি গল্পকে নির্মাতার মতো করে দর্শকের কাছে তুলে ধরতে। তাই উইন অর লস নাটকটি নিয়ে আমি আশাবাদী।’
হিমি জানান, আসছে ঈদে নাগরিক টিভিতে নাটকটি প্রচার হবে এবং এরপর বঙ্গবিডি’র ইউটিউব চ্যানেলে প্রচার হবে। এদিকে এবারের ঈদে হিমি অপূর্ব ও মেহজাবিনকে নিয়ে ‘টেস্ট রিপোর্ট’ ও অপূর্ব-তানজিন তিশাকে নিয়ে নির্মাণ করেছেন ‘টেস্ট রিপোর্ট’ নাটক দুটি।
বিবার্তা/অভি/শারমিন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]