শিরোনাম
সুরসম্রাট আলাউদ্দীন আলী হাসপাতালে
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০১৯, ১৯:৪৯
সুরসম্রাট আলাউদ্দীন আলী হাসপাতালে
ফাইল ছবি
বিনোদন প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দীন আলী হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তাঁকে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।


তাঁর স্ত্রী ফারজানা মিমি জানান, আলাউদ্দীন আলী শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। তাঁকে বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।


আলাউদ্দীন আলী বাংলাদেশের সংগীতাঙ্গনের বিশিষ্ট এক সুরস্রষ্টার নাম। তাঁর হাতে সৃষ্টি হয়েছে জনপ্রিয় অসংখ্য গান। গীতিকবিদের কবিতা আর আলাউদ্দীন আলীর মনকাড়া সুর শিল্পীদের কণ্ঠে হয়ে উঠেছে অনন্য। যে কারণে একজন সুরকার হিসেবে এখন পর্যন্ত বরেণ্য এই সংগীত পরিচালক পেয়েছেন সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আর একবার গীতিকবি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সম্প্রতি সিটি ব্যাংক থেকে বিশেষভাবে সম্মানিত হন তিনি।


গুণী এই মানুষটির জন্ম ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর, মুন্সিগঞ্জের বিক্রমপুরের টঙ্গিবাড়ী থানার বাঁশবাড়ী গ্রামে। তাঁর বাবা ওস্তাদ জাদব আলী। মায়ের নাম জোহরা খাতুন।


বিবার্তা/অভি/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com