শিরোনাম
জটিলতায় মণিকর্ণিকা : দ্য কুইন অব ঝাঁসি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৯, ১৩:৪৯
জটিলতায় মণিকর্ণিকা : দ্য কুইন অব ঝাঁসি
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌতের পরবর্তী সিনেমা মণিকর্ণিকা : দ্য কুইন অব ঝাঁসি। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমাটি। কিন্তু পদ্মাবত সিনেমার পর সিনেমাটি নিয়ে আপত্তি তুলেছে ‘শ্রী রাষ্ট্রীয় রাজপুত করনি সেনা’ সংগঠন।


সংগঠনটির দাবি, সিনেমাটিতে ব্রিটিশ অফিসারের সঙ্গে মণিকর্ণিকার প্রেম দেখনো হয়েছে। এছাড়া মণিকর্ণিকাকে একটি আইটেম গানে নাচতে দেখা গেছে, যা প্রথাবিরুদ্ধ। এ বিষয়ে নির্মাতাদের কাছে সংগঠনটির পক্ষ থেকে একটি চিঠিও পাঠানো হয়েছে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।


এ প্রসঙ্গে করনি সেনার কেন্দ্রীয় প্রধান সুখদেব সিং শেখাবত সংবাদমাধ্যমটিতে বলেন, ‘আমরা বারবার দেখছি নির্মাতারা আপত্তিকর দৃশ্যের মাধ্যমে ভদ্রতার সীমা ছাড়িয়ে যাচ্ছে। আমরা এ ধরনের আচরণ মেনে নিব না।’


কিন্তু সিনেমাটির শেষ মুহূর্তে এসে কেন তারা এটি নিয়ে আপত্তি তুলছেন, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘গত বছর ফেব্রুয়ারিতে আমরা এটি নিয়ে আপত্তি তুলেছিলাম। সুপ্রিম কোর্টের নির্দেশনা সত্ত্বেও আমরা অনেক রাজ্যে পদ্মাবত মুক্তি দিতে দিইনি। মণিকর্ণিকা সিনেমার ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। আমরা প্রযোজককে মুক্তির আগে সিনেমাটি আমাদের প্রদর্শনের জন্য বলেছি। যদি তারা আমাদের না দেখিয়ে সিনেমা মুক্তি দেয় তাহলে প্রেক্ষাগৃহ ভাঙচুর করা হবে এবং এটির জন্য আমরা দায়ী থাকব না।’


ইতোমধ্যে ভারতীয় সেন্সর বোর্ড সিনেমাটির ছাড়পত্র দিয়েছে। এ প্রসঙ্গে শেখাবত বলেন, ‘সেন্সর বোর্ড ছাড়পত্র দিয়েছে কি দেয়নি এটি মূল ব্যাপার নয়। তাদের উচিৎ ছিল বোর্ডে ইতিহাসবিদ রেখে সত্য যাচাই করে দেখা।’


সিনোটির প্রযোজক কমল জেইন বলেন, ‘সিনেমাটিতে কোনো প্রেমের সম্পর্ক দেখনো হয়নি। ২৫ জানুয়ারি সিনেমাটি মুক্তির পরই সব পরিষ্কার হবে। মণিকর্ণিকা সিনেমায় মাতৃভূমির জন্য রানি লক্ষ্মীবাঈয়ের শক্তি ও সাহসের গল্প তুলে ধরা হয়েছে। আমরা এই সিনেমাটি তৈরি করতে পেরে গর্বিত এবং আত্মবিশ্বাসী যে, এটি সবার ভালো লাগবে।’ গত বছরও সিনেমাটির বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলেছিল সর্ব ব্রাহ্মণ মহাসভা নামের একটি সংগঠন। যদিও পরবর্তী সময়ে তা প্রত্যাহার করে তারা।


ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের জীবনী ও ১৮৫৭ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে তার যুদ্ধের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে মণিকর্ণিকা : দ্য কুইন অব ঝাঁসি। এতে কঙ্গনা ছাড়াও অভিনয় করছেন- অতুল কুরকার্নি, অঙ্কিতা লোখান্ডে প্রমুখ।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com