শিরোনাম
মাইকেল জ্যাকসনকে নিয়ে বিতর্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৯, ১১:০৪
মাইকেল জ্যাকসনকে নিয়ে বিতর্ক
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

মৃত্যুর দশ বছর পেরিয়ে গেছে জনপ্রিয় পপ তারকা মাইকেল জ্যাকসনের। তবে চলে যাওয়ার এত বছর পরেও তার জনপ্রিয়তা কোনো অংশে কমে যায়নি। চলতি মাসেই প্রদর্শনী হবে সানড্যান্স চলচ্চিত্র উৎসব, যেখানে পপ সম্রাট মাইকেল জ্যাকসনকে নিয়ে তৈরি তথ্যচিত্র ‘লিভিং নেভারল্যান্ড’ প্রদর্শন করা হবে। কিন্তু তার আগেই সেটি নিয়ে শুরু হয়েছে বিতর্ক।


‘লিভিং নেভারল্যান্ড’ তথ্যচিত্রে দেখানো হয়েছে যে মাইকেল জ্যাকসন শিশুদের যৌন নিপীড়ন করতেন। এই অভিযোগের আগেও অনেকবার উঠেছে। তবে এই তথ্যচিত্রে যৌন নিপীড়নের শিকার বলে দাবি করছেন, এমন দুজনের সাক্ষাৎকার রয়েছে। দেখা গেছে দুই জন পুরুষ বলছেন, তাদের বয়স যখন সাত ও দশ বছর তখন মাইকেল জ্যাকসন দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছেন তারা।


১৩ বছর বয়সী এক কিশোর জ্যাকসনের কাছে যৌন নির্যাতনের শিকার হয়েছেন এমন অভিযোগের তদন্তের অংশ হিসেবে, ২০০৩ সালে ক্যালিফোর্নিয়ার পুলিশ একবার ‘নেভারল্যান্ড’ নামে পরিচিত তার খামারবাড়িতে তল্লাসি চালিয়েছিল। সেই খামারবাড়িটির নামেই তথ্যচিত্রটির নামকরণ করা হয়েছে।


দুই পর্বের এই তথ্যচিত্রটি তৈরি করেছেন ড্যান রিড। মাইকেলের পরিবার এ তথ্যচিত্রকে কুরুচিপূর্ণ বলে মন্তব্য করেছেন।


বিবার্তা/অভি/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com