
রকসংগীতের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ও স্বীকৃত তারকাদের একজন ওজি ওসবার্ন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
মঙ্গলবার (২২ জুলাই) রাতে যুক্তরাজ্যের বার্মিংহামে তার মৃত্যু হয়ে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বিখ্যাত ব্যান্ড ব্ল্যাক সাবাথের প্রধান সংগীতশিল্পী হিসেবে ওসবার্ন হেভি মেটাল ধাঁচের ‘আয়রন ম্যান’ ও ‘প্যারানয়েড’-এর মতো গান সৃষ্টি করেছেন।
এ গায়িকা মাত্র তিন সপ্তাহেরও কম সময় আগে নিজ শহরে জীবনের শেষ কনসার্টে পরিবেশনা করেন। ‘প্রিন্স অব ডার্কনেস’ নামে পরিচিত এ তারকা মঞ্চে পারফর্মের সময় উপস্থিত ছিলেন তার অনুপ্রেরণায় গড়ে উঠা মেটালিকা, গানস এন’রোজেস-সহ কয়েকটি রক ব্যান্ডের শিল্পীরা।
ওসবার্নের পরিবার এক বিবৃতিতে বলেছে, এ খবর জানানোর ভাষা আমাদের জানা নেই। তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে চাই যে, আমাদের প্রিয় ওজি ওসবার্ন আজ (মঙ্গলবার) সকালে মারা গেছেন। মৃত্যুর সময় তার পরিবারের সদস্যরা পাশেই ছিলেন। তিনি ছিলেন ভালোবাসায় ঘেরা।
বিবৃতিতে তার মৃত্যুর কারণ জানায়নি পরিবার। তবে গত কয়েক বছর ধরেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। ২০১৯ সালে পারকিনসন রোগ শনাক্ত হয়।
প্রসঙ্গত, মাত্র ১৫ বছর বয়সে স্কুল ছাড়েন জন মাইকেল ওসবার্ন নামে জন্মগ্রহণকারী ওজি ওসবার্ন। পরে স্বল্প বেতনে কয়েকটি চাকরি করেন। সংগীত ক্যারিয়ার শুরুর আগে চুরির অভিযোগে কিছুদিন কারাভোগও করেছেন তিনি।
১৯৬০-এর দশকের শেষ দিকে গিটারিস্ট টনি ইয়োমি, বেসিস্ট গিজার বাটলার ও ড্রামার বিল ওয়ার্ডের সঙ্গে ব্যান্ড ‘ব্ল্যাক সাবাথ’ গড়ে তোলেন ওসবার্ন। ১৯৭০ সালে ব্যান্ডটির ব্ল্যাক সাবাথ মুক্তি পায়। তারপর ধীরে ধীরে আসে ‘প্যারানয়েড’, ‘মাস্টার অব রিয়েলিটি’র মতো অনেক প্ল্যাটিনাম হিট।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]