
প্রাথমিকে বৃত্তি পরীক্ষায় প্রাইভেট প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবি জানিয়েছে প্রাইভেট স্কুল এসোসিয়েশন (ওয়ামী)।
বুধবার (২৩ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর প্রেস ক্লাব হলরুমে এক সংবাদ সম্মেলনে এ দাবি করে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের এ সংগঠনটি।
লক্ষ্মীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশনের (ওয়ামীর) ব্যানারে এ আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ওয়ামীর সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সবুজ।
তিনি বলেন, সারাদেশে প্রায় ৫০ হাজার প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এরমধ্যে লক্ষ্মীপুরে ৪৫০ টি শিক্ষা প্রতিষ্ঠান আছে। লক্ষ্মীপুরে প্রাইভেট স্কুল থেকে প্রত্যেক বছর প্রায় ৫ হাজার শিক্ষার্থী বিগত সময়ে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছি। এবার হঠাৎ করে তা বন্ধ করে দেওয়া হয়েছে। এটি বড় ধরণের বৈষম্য। দ্রুত সময়ের মধ্যে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় প্রাইভেটের শিক্ষার্থীদের সুযোগ করে দিয়ে বৈষম্য দূর করতে হবে।
ওয়ামীর সহ-সভাপতি রেজাউল করিম সুমনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সদর উপজেলা সভাপতি মো. হানিফ, হলিহার্ট রেসিডেন্সিয়াল স্কুলের উপাধ্যক্ষ ফয়েজ আহমেদ, কেয়ার এডুকেশন স্কুলের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান চৌধুরী ও মডেল স্কুলের অধ্যক্ষ আ ন ম নোমান হোসেন প্রমুখ।
বিবার্তা/সুমন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]