
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও মৌন মিছিল করেছে গোপালগঞ্জ সরকারি কলেজের বিজ্ঞান ক্লাবের সদস্য ও শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ জুলাই) রাত ৮টায় কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারের পাদদেশে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় এক মিনিট নীরবতা পালন করা হয়। তারা আহতদের সুস্থতা কামনা করেন।
সংক্ষিপ্ত সমাবেশে গোপালগঞ্জ সরকারি কলেজের শিক্ষক সুজন বিশ্বাস, বিজ্ঞান ক্লাবের সভাপতি বাধন দত্ত, সহ-সভাপতি অভ্রনীল মিত্র, শিক্ষার্থী বুশরা আক্তার, ইয়াছিন শেখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ঢাকার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান প্রশিক্ষণ দেওয়া কোনোভাবেই উচিত নয়। ফাঁকা কোনো স্থানে প্রশিক্ষণ আয়োজনের পক্ষে মত দেন তারা। নিহত ও আহতদের সঠিক সংখ্যা প্রকাশের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]