থালা হাতে কাঁদছেন শাকিব খান?
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১০:২৫
থালা হাতে কাঁদছেন শাকিব খান?
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঢালিউড মেগাস্টার শাকিব খানের একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অভিনেতার এসব ছবি প্রশংসা কুড়াচ্ছে দর্শক মহলে। ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যাচ্ছে, ময়লা শার্ট ও প্যান্ট পরে বসে পাগলের বেশে বসে শাকিব। হাতে খাবারের থালা নিয়ে অঝোরে কাঁদছেন। বন্দি শাকিবের চোখে-মুখে কষ্টের ছাপ, চেহারায় ক্লান্তি ছোঁয়া, দুই চোখে অশ্রুবিন্দু। স্থিরচিত্রগুলো গত ঈদে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ সিনেমার। জানা যায়, সিনেমার বিশেষ দৃশ্যের মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করেছেন ফটোগ্রাফার ফারহান রোমান।


রবিবার (২০ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো প্রকাশ করে তিনি লেখেন, একজন ফোটোগ্রাফারের ছবি তখনই সার্থক হয় যখন তার ছবি কথা বলে, আর একজন ফটোগ্রাফারের ক্যারিয়ার তখন সার্থক হয় যখন ছবির মানুষটি হয় শাকিব খান।


তিনি আরও লেখেন, শাকিব খান সমস্ত আবেগ দিয়ে ছবিটাকে কথা বলায়। অভিনেতা তো তাকেই বলে যে অভিনয়কে এতোটাই বাস্তব রূপ দেয় যা দেখে মনে হয় এর থেকে চিরন্তন আবেগ, এর থেকে বাস্তব অনুভূতি হতো আর কিছুই নয়। চরিত্রে ঢুকে যাওয়া মানুষটা খেয়ালই করেনি কে তাকে ফ্রেমে বন্দি করছে কিংবা তাকে দেখছে কত শত মানুষ। এ জন্যই তিনি শাকিব খান।


এ সিনেমার ভাইরাল হওয়া একটি ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন নির্মাতা দেবাশীষ বিশ্বাসও। শাকিবের প্রশংসা করে তিনি লিখেছেন, ‘আপনি বেঁচে থাকুন! শতবর্ষী হোন! আপনার মাধ্যমে বাংলাদেশি সিনেমা বেঁচে থাকুক।’


একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে গেছে ‘তাণ্ডব’ সিনেমার গল্প। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এসভিএফ বাংলাদেশ প্রযোজিত রায়হান রাফী নির্মিত সিনেমায় শাকিব খানের পাশাপাশি এতে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সঙ্গে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর।


‘তাণ্ডব’-এ আরও রয়েছেন আফজাল হোসেন, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, মিশা সওদাগরের মতো তারকারা। ক্যামিও চরিত্রে দুর্দান্ত লুকে ধরা দিয়েছেন সিয়াম আহমেদ ও আফরান নিশো। গত ঈদে সিনেমাটি মাল্টিপ্লেক্সে ২৮টি শো দিয়ে যাত্রা শুরু করে। এটি ছিল গত বছরের ঢালিউডের আলোচিত ও দর্শকপ্রিয়তায় সেরা হিট সিনেমা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com