শাকিব কাজের জন্য লক্ষ্মী : জয়া
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ১০:৫৬
শাকিব কাজের জন্য লক্ষ্মী : জয়া
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে মেগাস্টার শাকিব খান ও নির্মাতা রায়হান রাফীর ছবি ‘তাণ্ডব’। সে ছবিতে দীর্ঘ ১২ বছর পর শাকিব খানের সঙ্গে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।


সিনেমা মুক্তি উপলক্ষ্যে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘তাণ্ডব’ টিমের সকল কলাকুশলী ও তারকারার। সেখানে উপস্থিত ছিলেন শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর, নির্মাতা রায়হান রাফী, প্রযোজক শাহরিয়ার শাকিলসহ সিনেমা সংশ্লিষ্টরা।


এদিন সংবাদ সম্মেলনে হাজির হয়ে শাকিব বন্দনায় মেতে ওঠেন জয়া। অভিনেত্রী বলেন, ‘ও (শাকিব খান) খুব লক্ষ্মী একটা ছেলে। দেখুন, সে কাজের জন্যও লক্ষ্মী আবার ইন্ডাস্ট্রির জন্যও লক্ষ্মী। শাকিব খুব পরিশ্রমী। এমন একজন আর্টিস্টের সঙ্গে কাজ করাও আনন্দের।’


শুধু শাকিব নয়, তাণ্ডবের পুরো টিম নিয়েই বেশ প্রশংসা শোনা যায় জয়ার কণ্ঠে। অভিনেত্রী জানান, বড় পর্দায় প্রথমবারের মতো সাবিলা নূরকে দেখার জন্যও মুখিয়ে আছেন তিনি।


এদিকে এদিন শাকিব খান বলেন, ‘তাণ্ডব নিয়ে বলতে হলে এক কথায় অসম্ভব ভালো মেকিংয়ের একটা সিনেমা। আমার মনে হয়েছে, আমি রাফীকে বলেছিও। রাফী, তোমার বেস্ট সিনেমা এটা। এই প্রোডাকশন হাউজ ও রাফীর সাথেও এটা আমার সেকেন্ড কাজ। আমি যখন ডাবিং করেছি ও দেখেছি, তখনই মনে হয়েছে, কী বানালো! তাণ্ডব কিন্তু অসম্ভব পরিশ্রমের একটা সিনেমা।’


শাকিব খান বলেন, ‘আমি তাণ্ডবের শিল্পী হয়ে মন্ত্রমুগ্ধের মতো দেখেছি। দেখেই মনে হয়েছে কি চমৎকার সিনেমা। তাণ্ডবের পুরো টিম খুব মন দিয়ে কাজ করেছে।’


সহশিল্পীদের প্রশংসা করে শাকিব বলেন, ‘এখানে এত বড় বড় শিল্পীরাও কাজ করেছে যে আমার মনে হয়েছে আমি কি ঠিক করছি। এই যে আমার পাশে বসে আছেন জয়া। জয়ার তুলনা জয়া নিজেই; অসাধারণ অভিনয় করেছে। এই পাশে আরেকজন যে রয়েছেন (সাবিলা নূর) অলরেডি লিচুর বাগান দিয়ে পাগল করে দিয়েছে। রাফী অসাধারণ একটি ছবি বানিয়েছে, এটি আজ আমি বলে গেলাম।’


শাকিব খান আরও বলেন, ‘আমার অসম্ভব ভালো লাগে রাফীর সাথে কাজ করতে, খুব যত্ন করে সিনেমা বানায়। রাফীর সঙ্গে যখন সেকেন্ড কাজ করতে যাই (তাণ্ডব), তখন শুধু এক লাইনের স্ক্রিপ্ট শুনি। এর বাইরে আর কিছুই শুনি নি। তারপর সেটে গিয়ে ওকে বলি, সিংক কি, ডায়লগ কি। ও যে সংলাপগুলো বলে দেয়, আমিও তাই তাই বলি। রাফীকে ধন্যবাদ এত সুন্দর একটা ছবির কাজ করার জন্য।’


উল্লেখ্য, রায়হান রাফী পরিচালিত এই সিনেমায় শাকিব, সাবিলা, জয়া ছাড়াও অভিনয় করেছেন ডা. এজাজ, রোজী সিদ্দিকি, এফএস নাঈম প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com