মারা গেলেন জনপ্রিয় গায়ক স্টিভ হারওয়েল
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৫
মারা গেলেন জনপ্রিয় গায়ক স্টিভ হারওয়েল
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

মার্কিন যুক্তরাষ্ট্রের পপ-রক ব্যান্ড স্ম্যাশ মাউথের সাবেক প্রধান গায়ক স্টিভ হারওয়েল মারা গেছেন। মৃত্যুকালে ৫৬ বছর বয়স হয়েছিল এই গায়কের। সোমবার মৃত্যু হয়েছে তার।


দ্য গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, স্টিভ হারওয়েলের ম্যানেজার রবার্ট হেইস গায়কের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংবাদমাধ্যমকে।


তিনি জানান, স্টিভ হারওয়েল পরিবার ও বন্ধুদের সঙ্গে শান্তিপূর্ণভাবে এবং স্বাচ্ছন্দ্যে সময় অতিবাহিত করেছেন। তিনি ভক্তদের ভালোবাসতেন এবং পারফর্ম করতে পছন্দ করতেন। তার কণ্ঠ ছিল প্রজন্মের মধ্যে স্বীকৃত কণ্ঠগুলোর একটি।


স্টিভ হারওয়েলের মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি। তবে চলতি সপ্তাহের শুরুতে টিএমজেডকে তিনি বলেছিলেন, লিভারজনিত অসুখে ভুগছেন গায়ক। ২০১৩ সালে হৃদরোগ কার্ডিওমায়োপ্যাথি এবং নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, অ্যাকিউট ওয়ার্নিক এনসেফালোপ্যাথি নির্ণয়ের পর গত কয়েক বছর ধরে স্বাস্থ্যজনিত অন্যসব সমস্যায় ভুগছিলেন। যা তার বক্তব্য ও স্মৃতিশক্তিতে প্রভাবিত করেছিল। এছাড়া তিনি মাদকাসক্তেও ভুগছিলেন।


স্টিভ হারওয়েল কণ্ঠের মাধ্যমে উজ্জ্বলভাবে জ্বলে উঠেছিলেন বলা হয়। তার জন্ম ১৯৬৭ সালে ক্যালিফোর্নিয়ায়। ১৯৯৪ সালে তিনি স্ম্যাশ মাউথ গঠন করেন। ১৯৯৬ সালে চার সদস্যের ব্যান্ডের নার্ভাস ইন দ্য অ্যালি স্থানীয় একটি রেডিওতে প্রচার হয়। এরপরই রেকর্ডিং লেবেল প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করে এবং ১৯৯৭ সালে তাদের প্রথম অ্যালবাম ফাশ ইয়্য মং-এর স্বাক্ষর হয়।


তাদের দ্বিতীয় অ্যালবাম প্রকাশ হয় ১৯৯৯ সালে। অ্যালবামটি পরবর্তীতে আন্তর্জাতিকভাবে বিশাল হিট হয়ে উঠে এবং বিলবোর্ডে হট-১০০ এর শীর্ষ ১০ এ জায়গা করে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com