কেউ যদি ঘেউ ঘেউ করে আমিও কি করব : হিরো আলম
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ১৯:৩৫
কেউ যদি ঘেউ ঘেউ করে আমিও কি করব : হিরো আলম
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

আমি ভোটের মাঠে হামলার আশঙ্কা করছি। ঢাকায় অনেকে আমাকে মেনে নিতে চায়, আবার অনেকে মেনে নিতে চায় না। আমাকে নিয়ে অনেকে অনেক রকম গুজব ছড়াচ্ছে, এমনটাই জানিয়েছেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনেন স্বতন্ত্রপ্রার্থী হিরো আলম।


ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হয়ে প্রতীক হিসেবে ‘একতারা’ পেয়েছেন হিরো আলম। সোমবার (২৬ জুন) রাজধানীর আগারগাঁও নির্বাচন অফিসে প্রতীক বরাদ্দ পাওয়ার পর এসব কথা বলেন তিনি।


এর আগে নির্বাচন কর্মকর্তা ও ঢাকার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান প্রতীক বরাদ্দ দেন হিরো আলমকে।


তিনি বলেন, ঢাকা-১৭ আসনে সাতজন প্রার্থী নির্বাচন করবেন। তাদের সবার কাছে আমি ভোট চাইতে যাব। তারা ভোট না দিলেও দোয়া নিতে যাব, তারা সবাই আমার ভোটার। অনেকে অনেক প্রস্তাব দিচ্ছে আমায়। ফোন করে বলে, হিরো আলম ভাই আপনি বসে যান, আপনার কী লাগবে? অনেকে আবার ফোন করে গালি গালাজ করে। কেউ যদি ঘেউ ঘেউ করে আমিও কি ঘেউ ঘেউ করব?


এ সময় হিরো আলমকে প্রশ্ন করা হয়, ভিউ ব্যবসার জন্য নির্বাচনে অংশ নিচ্ছেন কিনা? জবাবে হিরো আলম বলেন, আমি নির্বাচনে দাঁড়ালেই যদি আমাকে একটা চ্যানেলে দেখা যাবে। তাহলে আমার কারণে শত শত ইউটিউবার আয় করছে, সেটার কি হবে। আমার কি আয়ের অভাব? এটা বাজে কথা।


তিনি আরও বলেন, আমি মিডিয়া থেকে চলে গেলেও বগুড়ায় ক্যাবল বিজনেস রয়েছে আমার। যারা এসব কথা বলে তারা গুজব ছড়ায়।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com