চলে গেলেন জনপ্রিয় সংগীতশিল্পী সারদা
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ০০:৫৫
চলে গেলেন জনপ্রিয় সংগীতশিল্পী সারদা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মারা গেলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার সারদা রাজন আয়েঙ্গার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন এ গায়িকা। বুধবার (১৪ জুন) মৃত্যু হয়েছে তার।


১৯৩৭ সালে জন্ম সারদার। তামিল পরিবারে জন্ম নেয়া সারদার বলিউডে অভিষেক হয় পরিচালক রাজ কাপুরের মাধ্যমে। এ পরিচালকই তাকে সংগীত পরিচালক জুটি শঙ্কর-জয়কিশনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন।


সারদা ‘সূরজ’ সিনেমার ‘তিতলি উড়ি’ গানের জন্য রাতারাতি তারকা খ্যাতি পেয়েছিলেন। সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৬৬ সালে। এই সিনেমার মাধ্যমেই প্লেব্যাকে অভিষেক হয় তার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সারদাকে।


আনন্দবাজার পত্রিকার খবর, সারদা পুরস্কার পাওয়ার ক্ষেত্রে মোহাম্মদ রফির মতো প্রখ্যাত সংগীতশিল্পীকেও টেক্কা দিয়েছেন। যে সময় বলিউড দাপিয়ে বেড়িয়েছেন লতা মঙ্গেশকর ও আমা ভেঁসেলের মতো গায়িকারা। আর দাপুটে এমন সংগীতশিল্পীর মাঝেই নিজস্ব অবস্থান তৈরি করে নিয়েছিলেন সারদা।


সংগীত সমালোচকরা বলে থাকেন, লতা ও আশার মাঝে সারদার ব্যতিক্রমী কণ্ঠ ভিন্ন এক সতেজতা এনেছিল বলিউড সিনেমার গানে।


সারদা ‘অ্যান ইভনিং ইন প্যারিস’, ‘গুমনাম’, ‘সপনো কা সওদাগর’-এর মতো সিনেমায় গান করেছেন। এছাড়া মুমতাজ, শর্মিলা ঠাকুর, রেখা, হেমা মালিনীর মতো অভিনেত্রীদের জন্যও গান করেছেন।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com