না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা মনোবালা
প্রকাশ : ০৩ মে ২০২৩, ১৮:৩২
না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা মনোবালা
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় কমেডিয়ান মনোবালা মারা গেছেন। ৩ মে, বুধবার না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন প্রবীণ তামিল অভিনেতা ও নির্মাতা মনোবালা। চেন্নাইয়ে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।


মনোবালার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সুপারস্টার রজনীকান্তসহ তামিল সিনেমা সংশ্লিষ্টরা।


গত দুই সপ্তাহ ধরে লিভার সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন তিনি। এর আগে, গত জানুয়ারিতে বুকে ব্যথা অনুভব করায় অ্যাঞ্জিও-চিকিৎসা করেছিলেন মনোবালা। চেন্নাইয়ের এলভি প্রসাদ রোডে তার বাসভবনে মৃতদেহ জনসাধারণের দেখার জন্য রাখা হবে।


১৯৭৮ সালে সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন মনোবালা। বরেণ্য অভিনেতা কমল হাসানের সুপারিশে এই সুযোগ পান মনোবালা।


১৯৮২ সালে ‘আগায়া গঙ্গাই’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে তার অভিষেক ঘটে। নির্মাণ ক্যারিয়ারে ২৪ টিরও বেশি সিনেমা উপহার দিয়েছেন তিনি। তার পরিচালিত উল্লেখযোগ্য সিনেমা হলো 'পিল্লাই নীলা', 'ওরকাভালান', 'এন পুরুষশানথান এনাক্কু মাত্তুমথান', 'কারুপ্পু ভেলাই', 'মাল্লু ভেট্টি মাইনর' এবং 'পারাম্বরিয়াম'।


কৌতুক ও পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য বেশ পরিচিত ছিলেন মনোবালা। তাকে তামিল চলচ্চিত্র শিল্পের অন্যতম জনপ্রিয় কৌতুক অভিনেতা হিসেবে বিবেচনা করা হতো। ৩৫ বছরের ক্যারিয়ারে ৪৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com