
দক্ষিণী সিনেমার ‘প্রিন্স’ খ্যাত অভিনেতা মহেশ বাবু। অভিনয়ের পাশাপাশি নানা জনহিতৈষী কাজ করেন এই অভিনেতা। এবার ছোট্ট একটি শিশুর হার্টের অস্ত্রোপচারের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি।
জানা গেছে, ডিম্পল নামের শিশুটির হার্টের ভালভে সমস্যা দেখা দিলে বেশ বিপাকে পড়ে তার পরিবার। এই সময় তাদের সাহায্যে এগিয়ে আসেন মহেশ বাবু। অস্ত্রোপচারের জন্য আর্থিক সহযোগিতা করেন এই অভিনেতা।
তবে হার্টের সমস্যায় থাকা শিশুদের দিকে মহেশের সাহায্যের হাত বাড়ানোর ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ‘হিলিং লিটল হার্ট’ নামের একটি সংস্থার সঙ্গে মিলে এক হাজারের বেশি শিশুর হার্টের অস্ত্রোপচারের জন্য আর্থিক সহযোগিতা করেছেন তিনি।
এ প্রসঙ্গে মহেশ বাবুর স্ত্রী নম্রতা শিরোদকর লিখেছেন, অন্ধ্র হাসপাতালে আরো একজন সুস্থ হলো! ছোট্ট মেয়ে ডিম্পল হৃদপিণ্ডের ভালভের সমস্যায় ভুগছিলেন। এখন সে আগের চেয়ে ভালো আছে।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]