
৬৩তম গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রকাশিত এই তালিকায় সর্বোচ্চ নয়টি অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন ‘গ্র্যামির রানী’ বিয়ন্সে নোয়েলস।
এছাড়া টেইলর সুইফট, ডুয়া লিপা, রডি রিচ পেয়েছেন ছয়টি পুরস্কারে মনোনয়ন। ৬৩তম গ্র্যামি অ্যাওয়ার্ড উপস্থাপন করবেন ‘দ্য ডেইলি শো’ এর উপস্থাপক ট্রেভর নোয়া।
এই ঘোষণার পর এক বিবৃতিতে রসাত্মকভাবে নোয়া জানান, আমি সত্যিই হতাশ হয়েছি যে আমাকে সেরা পপ অ্যালবামের গায়ক হিসেবে গাইতে বলা হয়নি এমনকি মনোনয়নও দেয়া হয়নি। তবে অনুষ্ঠানের উপস্থাপক হতে পেরে আনন্দিত। উপস্থাপক হিসেবে আমিই সবচেয়ে যোগ্য। কারণ মনোনিত হলেও আমি কখনও গ্র্যামি জিততে পারিনি। তাই এবার যারা পুরস্কার পাবেন না তাদের সান্তনা দেয়ার জন্য আমিই উত্তম ব্যক্তি।
উল্লেখ্য, গ্র্যামি এ্যাওয়ার্ড আমেরিকার ন্যাশনাল আক্যাডেমি অফ রেকর্ডিং আর্টস এন্ড সাইন্সেস কর্তৃক প্রবর্তিত বার্ষিক পুরস্কার, যা সঙ্গীত শিল্পে অসাধারণ কৃতিত্ত্বের জন্য দেয়া হয়। এটি ১৯৫৮ সালে প্রবর্তিত হয়। আমেরিকার সবচেয়ে সম্মানজনক সঙ্গীত পুরস্কার হিসাবে এটাকে গণ্য করা হয়।।
২০২১ সালের ৩১ জানুয়ারি সিবিএস টেলিভিশনে স্থানীয় সময় রাত ৮টায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]