
প্রথমবারের মতো জুটি বাঁধছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু ও অভিনেত্রী কীর্তি সুরেশ।‘সরকারু বারি পাতা’ সিনেমায় দেখা যাবে এ জুটিকে। এছাড়া, সিনেমাটিতে থাকছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান ও অভিনেতা অনিল কাপুর।এতে মহেশের বোনের চরিত্রে দেখা যাবে বিদ্যাকে।
টলিউড ডটনেট জানিয়েছে, নির্মাতারা সিনেমার বিষয়ে বিদ্যার সঙ্গে যোগাযোগ করেছেন। এতে রাজি হয়েছেন অভিনেত্রী। সিনেমাটিতে তার চরিত্রটিও খুবই গুরুত্বপূর্ণ।
তবে বিদ্যার তেলেগু সিনেমায় অভিনয় এবারই প্রথম নয়। এর আগে ভারতের বরেণ্য অভিনয়শিল্পী, প্রযোজক ও পরিচালক নান্দামুরি তারকা রামা রাওয়ের বায়োপিকে অভিনয় করেছেন তিনি। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন বালাকৃষ্ণা।
‘সরকারু বারি পাতা’ পরিচালনা করছেন পরশুরাম। আগামী নভেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা করছেন নির্মাতারা। যুক্তরাষ্ট্রে সিনেমার গুরুত্বপূর্ণ কিছু দৃশ্যের শুটিং হবে।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]