
অবশেষে করোনামুক্ত হয়েছেন কলকাতা বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক ও তার পরিবারের সদস্যরা। রবিবার (২ আগস্ট) এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন কোয়েল নিজেই।
গত ১০ জুলাই কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক, দীপা মল্লিক ও নিসপাল সিংহ কভিড-১৯-এ আক্রান্ত হন। এরপর চিকিৎসকের নির্দেশমতো তারা হোম কোয়রেন্টাইনে ছিলেন।
রবিবার টুইট করে কোয়েল জানিয়েছেন, তারা প্রত্যেকেই এখন করোনামুক্ত এবং সুস্থ আছেন।
শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে কোয়েল টুইট করেছেন, প্রত্যেকের ভালোবাসা ও প্রার্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার মতো কোনও শব্দ নেই আমাদের কাছে। আমরা প্রত্যেকে সেরে উঠেছি। কভিড-১৯ টেস্ট রিপোর্টও নেগেটিভ এসেছে সবার।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]