
দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তের গৃহে করোনায় হানা দিয়েছে। পরিবারের লোকজন করোনায় আক্রান্ত এবং তিনি নিজেও এখন কোভিড ১৯-এ আক্রান্ত? অভিনেতা রোহিত রায় নিজের সোশ্যাল হ্যান্ডেলে এমনটাই দাবি করেছেন।
রোহিত আরো জানান, রজনীর ঘরে করোনা হানা দিয়েছে, কোয়ারেন্টিনেও রয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পরই রোহিত রায় ব্যাপক তোপের মুখে পড়েন। রজনী ভক্তরা তাকে আক্রমন করতে থাকেন। রোহিতকে এ নিয়ে বাজে মন্তব্য করতেও ছাড়ছেন না।
তবে রজনীকান্তের করোনায় আক্রান্তের কথা নিজের সোশ্যাল হ্যান্ডেলে নিছক মজার ছলেই লিখেছিলেন রোহিত রায় তিনি এমনটাই জানান। রজনী ভক্তরা কিন্তু রোহিতের এই মজা একেবারেই ভাল চোখে নেননি। তার ওই স্টেটাস সামনে আসার পরই ব্যাপক আক্রমণের মুখে পড়েন রহিত রায়ের ভাইও।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]