
সম্প্রতি ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে প্রশ্নত্তর পর্বে তাদের সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন কাজল। ভক্তদের উদ্দেশ্য ইনস্টাগ্রামে কাজল লেখেন, আমাকে যা খুশি প্রশ্ন করতে পারো। এরপরই তার দিকে ধেয়ে আসে নানান প্রশ্ন।
অজয় দেবগনে সঙ্গে তার বিয়েটা Love Marriage ছিল নাকি Arrange Marriage ছিল? উত্তরে কাজল বলেন Love Marriage।
যখন আপনার স্বামী আপনার থেকে সন্তানদের বেশি ভালোবাসে, তখন কি হিংসা হয়? উত্তরে কাজল বলেন, কখনো কখনো, তবে ও এটাই করে? প্রথম ক্রাস? উত্তরে কাজল বলেন আমার প্রথম ক্রাশ বিবাহ। সহ অভিনেতা হিসাবে কাকে পছন্দ শাহরুখ নাকি কাজল? উত্তরে কাজল বলেন, পরিস্থিতির উপর নির্ভর করছে।
তোমার কটা সন্তান? এর উত্তরে কাজল বলেন, আপাতত ২টো, আর হওয়ার কোনো সম্ভবনাও নেই। যদি অজয়ের সঙ্গে আলাপ না হতো, তাহলে কি শাহরুখকে বিয়ে করতেন? উত্তরে কাজল বলেন, ও তো কখনো আমায় প্রস্তাবই দেয়নি। সূত্র: জিনিউজ।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]