শিরোনাম
আবারো আসছে ‘কোথাও কেউ নেই’ ও ‘বহুব্রীহি’
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২০, ২০:২৩
আবারো আসছে ‘কোথাও কেউ নেই’ ও ‘বহুব্রীহি’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঘরবন্দি মানুষকে বিনোদিত করার জন্য নব্বই দশকের তুমূল দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘কোথাও কেউ নেই’ ও ‘বহুব্রীহি’ আবারো সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।


গতকাল এ খবর জানা গেলেও কবে কখন প্রচার শুরু হবে তা চূড়ান্ত ছিল না। আজ জানা গেছে, সোমবার (৬ এপ্রিল) রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে ‘কোথাও কেউ নেই’। এরপর প্রচার হবে ‘বহুব্রীহি’ নাটকটি। আগামী একমাস প্রতিদিন এ দুটি নাটক প্রচার হবে বলে জানিয়েছে বিটিভি কর্তৃপক্ষ।


নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত ‘কোথাও কেউ নেই’ নাটকটি পরিচালনা করেন বরকত উল্লাহ। ১৯৯২-৯৩ সালে প্রচারিত নাটকটির ‘বাকের ভাই’ চরিত্র এখনো মানুষের মুখে মুখে। করোনভাইরাসের সংক্রমণ রোধে ঘরবন্দি জীবন কাটাচ্ছেন দেশবাসী। তাদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন বিটিভি কর্তৃপক্ষ।


বিটিভির মহাপরিচালক এস. এম. হারুন-অর-রশীদ বলেন, দর্শকদের কাছে এই ধারাবাহিক দুটি খুবই জনপ্রিয়। করোনাভাইসের এই সংকটকালে ঘরবন্দি মানুষ যেন একটু স্বস্তিতে থাকেন, বিনোদন খুঁজে পান। এ বিষয়টি চিন্তা করেই এ ধারাবাহিক দুটো প্রচারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।


‘কোথাও কেউ নেই’ নাটকে মুনা চরিত্রে সুবর্ণা মুস্তাফা, বদি চরিত্রে আবদুল কাদের, মজনু চরিত্রে লুৎফর রহমান জর্জ, মতি চরিত্রে মাহফুজ আহমেদ, বকুল চরিত্রে আফসানা মিমি, উকিল চরিত্রে হুমায়ুন ফরিদী, লিনা চরিত্রে শিলা আহমেদকে দেখা যায়। এছাড়াও এতে অভিনয় করেন শহীদুজ্জামান সেলিম, মাসুদ আলী খান, বিজরী বরকতুল্লাহ ও লাকী ইনাম।


অন্যদিকে ‘বহু্ব্রীহী’ নাটকও রচনা করেন হুমায়ূন আহমেদ। ১৯৮৮-৮৯ সালে এটি বিটিভিতে প্রচার হয়। নওয়াজিশ আলী খান প্রযোজিত এ নাটকও দর্শক মহলে দারুণ সাড়া ফেলেছিল। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন আবুল হায়াত, আসাদুজ্জামান নূর, আলী যাকের, আফজাল হোসেন, লুৎফরনাহার লতা, লাকী ইনাম, আবুল খায়ের ও আফজাল শরীফ।


বিবার্তা/আদনান/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com