
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক কাজী মারুফ ও তার স্ত্রী। শনিবার (২৮ মার্চ) মারুফের বাবা পরিচালক কাজী হায়াত সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল মারুফ ও তার স্ত্রীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এখন রোগের অবস্থা প্রাথমিক অবস্থায় রয়েছে। মারুফ ও তার স্ত্রী এই মুহূর্তে আইসোলেশনে রয়েছে।
কাজী হায়াৎ আরো জানান, মারুফ এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। সেখানেই তাদের ট্রিটমেন্ট চলছে।
২০০১ সালের ২২ ফেব্রুয়ারি তারিখে একই দিনে মারুফ বিশ্ববিদ্যালয় এবং চলচ্চিত্র জীবন শুরু করেন। পরবর্তীতে লন্ডন স্কুল অব কমার্স থেকে ব্যবসা শিক্ষায় স্নাতক সম্পন্ন করেন তিনি।
কাজী হায়াৎ পরিচালিত ‘ইতিহাস’ চলচ্চিত্রটি মুক্তি পায় ২০০২ সালে। এই ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান মারুফ।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]