শিরোনাম
করোনা নিয়ে নচিকেতার কবিতা ভাইরাল (ভিডিও)
প্রকাশ : ২৪ মার্চ ২০২০, ১৩:৪৬
করোনা নিয়ে নচিকেতার কবিতা ভাইরাল (ভিডিও)
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

নচিকেতা চক্রবর্তী। দুই বাংলার গানের শ্রোতাদের কাছে জীবনমুখী গানের জন্য নন্দিত নাম। বাংলা গানের ভক্তরা সবাই অপেক্ষা করেন কলকাতার এই কণ্ঠশিল্পীর নতুন গানের। বাংলা গানকে তিনি নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। নিজের গান নিজেই লিখেন ও সুর করেন নচিকেতা। কবিতাও লিখেন তিনি।


এবার করোনাভাইরাস নিয়ে কবিতা লিখে ঝড় তুলেছেন জনপ্রিয় এই শিল্পী। সোমবার বিকেলে নিজের ফেসবুক পেইজে একটি কবিতার ভিডিও প্রকাশ করেছে নচিকেতা। কবিতাটির শিরোনাম ‘করোনা’।


নচিকেতা নিজেই আবৃত্তি করেছেন কবিতাটি। এই কবিতায় নচিকেতা বলেছেন সাম্যবাদের কথা। করোনা কবিতায় নিজের মতাদর্শ তুলে ধরেন ছন্দে ছন্দে।


এটি প্রকাশের পাঁচ ঘণ্টার মধ্যে প্রায় সাড়ে ৭ লক্ষবার দেখা হয়েছে ভিডিটি। আর প্রশংসায় ভেসেছেন এই শিল্পী। ভিডিওসহ জাগো নিউজের পাঠকদের কাছে তুলে ধরা হলো নচিকেতা কবিতাটি।


কবিতার ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন...


করোনা


করোনা নামের মহামারী তুমি যাও, তুমি যাও
একটা বিনীত অনুরোধ তোমার ভয়টাকে রেখে যাও
ওগো ভয়
তোমারই হোক জয়
তুমি নির্ভীক তরবারী
তুমি নির্মেদ অক্ষয়
তোমারই হোক জয়।


তোমার নামে বন্ধ হয়েছে সভ্যতা নামে দুষণ
তোমার জন্য বহুদিন পরে আকাশে হাসছে পুষণ
তোমার জন্য মানুষ ভুলেছে পুষে রাখা বিদ্বেষ
শুধু ভয় করে দিলো বিভেদহীন এক দেশ।


কারোর মুখই যাচ্ছে না দেখা আল্লাহ অথবা রাম
সবার মুখই মাস্কেতে ঢাকা সবার কপালে ঘাম
হাতে নাগরিক পঞ্জির খাতা কাগজে চায় প্রমাণ
এখন তারা কোথায় দিতে পারেন সন্ধান।


মৃত্যুর কোনো দেশ তো লাগে না কাঁটাতার ছিঁড়ে যায়
নগর থাকলে নাগরিক, সে নগরকে কে বাঁচায়
রোজ আমাদের হিংসে মন্ত্র শেখায় যে পুরোহিতি
যুগ যুগ ধরে আমরা তো জানি তার নাম রাজনীতি।


করোনা তোমার ভয় বন্ধ সে মন্ত্র উচ্চারণ
মানুষ বুঝেছে জীবন নেই পুরোহিত প্রয়োজন
করোনা তুমি যাও, তুমি যাও শাহজাদী
শুধু ভয়টুকু থাক, হোক ভয়টা সাম্যবাদী।


করোনা আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে রীতিমত চিন্তায় পড়েছে ভারতীয় প্রশাসন। ভারতের প্রায় ৮০টি শহরে জারি হয়েছে লকডাউন। বন্ধ করা হয়েছে সব পরিবহন। এদিকে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৩০০ পেরিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ৭ জনের।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com