শিরোনাম
কর্মীদের অগ্রিম বেতন দিয়ে নিজ প্রতিষ্ঠান বন্ধ করলেন নিপুণ
প্রকাশ : ২৩ মার্চ ২০২০, ১৫:৪৪
কর্মীদের অগ্রিম বেতন দিয়ে নিজ প্রতিষ্ঠান বন্ধ করলেন নিপুণ
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসের কারণে বিশ্ব বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে। বাংলাদেশেও দিন দিন বাড়ছে ভাইরাসটির সংক্রামণ। তাই আগামী ২৫ থেকে ৩১ মার্চ দেশের কাঁচাবাজার, ওষুধ, সুপারশপ ও নিত্যপণ্যের দোকান ছাড়া সব ধরনের দোকান-মার্কেট বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।


সে ডাকে সাড়া দিয়ে রাজধানীর বনানীতে অবস্থিত চিত্রনায়িকা নিপুণ নিজের ব্যবসাপ্রতিষ্ঠান ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ও বন্ধ করলেন। প্রতিষ্ঠানটিতে ২৫ জন কর্মী কাজ করেন। আর করোনা পরিস্থিতির কারণে সকল কর্মীকে অগ্রিম বেতন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এই তারকা।


এ প্রসঙ্গে নিপুণ বলেন, করোনার কারণে পৃথিবী থেমে আছে। বাংলাদেশেও এখন একইও অবস্থা বিরাজ করছে। এই সময়টুকু ঘরের ভেতরে থাকা খুব জরুরি। তাই আমার স্পা সেন্টারটি বন্ধ ঘোষণা করেছি। পাশাপাশি কর্মীদের কিছু বেতনও দিয়েছি। এমনকি আশেপাশে কিছু দরিদ্র মানুষদেরও সহযোগিতা করেছি। আপনারাও সচেতন হোন। ঘর থেকে বের হবেন না।


বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন এবং মারা গেছেন ২ জন।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com