শিরোনাম
করোনাভাইরাস সচেতনতায় মিমির নতুন উদ্যোগ
প্রকাশ : ২১ মার্চ ২০২০, ১৫:৩৭
করোনাভাইরাস সচেতনতায় মিমির নতুন উদ্যোগ
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

কিছুদিন আগে লণ্ডন থেকে দেশে ফিরেই হোম কোয়ারেন্টিনে রয়েছেন অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী।। নিজে গৃহবন্দি থেকেও নিজের লোকসভা কেন্দ্রের জন্য কাজ করে চলেছেন এই সাংসদ।


যাদবপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় তার উদ্যোগেই চলছে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ। শুধু তাই নয়, জায়গায় জায়গায় নেয়া হচ্ছে সচেতনতামূলক কর্মসূচিও। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে মিমি তার ভক্তদের এই কঠিন সময়ে প্রয়োজনীয় সবরকম সাবধানতা অবলম্বন করার বার্তা দিয়েছেন।


মিমি বলেছেন, আমি আপনাদের পাশে সবসময় আছি। আমরা সবাই একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। যে সময় আমাদের সবার একে অন্যের পাশে থাকা উচিত। রাজ্য সরকার আপনাদের যা যা সতর্কতা অবলম্বন করে চলতে বলছেন সেই সব মেনে চলুন।


ওই ভিডিওতেই দেখা যাচ্ছে কিভাবে যাদবপুরের বিভিন্ন এলাকা ঘুরে চলছে জনসাধারণকে সজাগ ও সচেতন করার প্রয়াস। আর ঘরে বসেই সে বিষয়ে কর্মীদের যাবতীয় নির্দেশ দিচ্ছেন সাংসদ মিমি।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com