
চলতি বছর ঈদে মুক্তি পেতে যাচ্ছে বলিউড সুপারস্টার সালমান খানের ‘রাধে– ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’। সিনেমাটিতে সালমানের বিপরীতে অভিনয় করছেন দিশা পাটানি। আরও রয়েছেন রণদীপ হুদা। আগামী ২২ মে ‘রাধে’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) মুক্তি পেয়েছে সিনেমাটিতে সালমানের লুক। যেখানে পেশীবহুল সুঠাম দেহ নিয়ে সবাইকে চমকে দিতে দেখা গেছে ‘ভাইজান’কে। লুকটি প্রকাশের পর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগা মাধ্যমগুলোতে। ভক্তদের প্রশংসায়ও ভেসেছেন সালমান।
সিনেমাটি ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ান্টেড’ সিনেমার সিকুয়েল। আগের পর্বের মতো নতুনটিও পরিচালনা করছেন প্রভুদেবা।
‘রাধে– ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমার বেশিভাগ শুটিং শেষ হয়েছে। বাকি কাজও চলছে পুরোদমে। পরিচালক বর্তমানে সিনেমার টিজার সম্পাদনায় ব্যস্ত সময় পার করছেন। টিজার চূড়ান্ত হওয়ার পর সালমান দেখে তা পছন্দ করলেই এটি প্রকাশ করবেন নির্মাতা।
সালমান খানের সর্বশেষ সিনেমা ‘দাবাং ৩’ মুক্তি পেয়েছে গত ডিসেম্বরে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা। এটি বক্স অফিসে গড়পড়তা ব্যবসা করেছে।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]