শিরোনাম
নায়ক রাজ রাজ্জাককে উৎসর্গ করে কর্টেজ
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:০৭
নায়ক রাজ রাজ্জাককে উৎসর্গ করে কর্টেজ
ফাইল ছবি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

শ্রীমঙ্গল রাধানগরের গেস্ট হাউস এরিয়াতে হারমিটেজ গেস্ট হাউস নির্মাণ করেছেন আইনজীবী সুলতানা ফাইজুন্নাহার। তিনিই নায়ক রাজ রাজ্জাকের নামেগেস্ট হাউসের একটি কটেজ উৎসর্গ করেছেন। কটেজের ফলকে লেখা ‘নায়করাজ রাজ্জাক স্মরণে যিনি এই পর্ণকুটিরে একাধিকবার পদধূলি দিয়েছেন।


জানা যায়, ২১ ফেব্রুয়ারি শ্রীমঙ্গল বেড়াতে গিয়ে তারা রাধানগরের হারমিটেজ গেস্ট হাউসে উঠেছিলেন। হাউসটির একটি কটেজের নামফলক দেখে খুশিতে আত্মহারা হন তাঁরা। ফলকে লেখা ‘নায়করাজ রাজ্জাক স্মরণে যিনি এই পর্ণকুটিরে একাধিকবার পদধূলি দিয়েছেন।’


রাজ্জাকের ছেলে বাপ্পারাজ বলেন, ‘‘ছয় মাস আগে গেস্ট হাউস এরিয়াতে নতুন এই কটেজটি নির্মাণ করেছেন আইনজীবী সুলতানা ফাইজুন্নাহার। তিনিই বাবার নামে কটেজটি উৎসর্গ করেছেন। কারণ বাবা শ্রীমঙ্গল গেলেই এই গেস্টহাউসে থাকতেন। সেই স্মৃতি ধরে রাখার জন্য তাঁর এই উদ্যোগ। আমি ও আমার পরিবার তাঁর কাছে ভীষণ কৃতজ্ঞ। যাঁর কাছে কিছুই আশা করিনি, তিনিই আমাদের চমকে দিলেন।’


উল্লেখ্য, ২০১৭ সালের ২১ আগস্ট নায়করাজ রাজ্জাকের মৃত্যুর পর তাঁর নামে এফডিসিতে একটি ফ্লোর করার ঘোষণা দিয়েছিল চলচ্চিত্র-সংশ্লিষ্টরা। পাশাপাশি এফডিসি গেটের সামনের রাস্তাটিও তাঁর নামে নাম করা হবে বলে জানা যায়। কিন্তু কোনোটিই এখনো বাস্তবায়িত হয়নি। এ নিয়ে কয়েকবার রাজ্জাকের পরিবার ক্ষোভও প্রকাশ করেছে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com