শিরোনাম
এন্ড্রু কিশোরের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২০, ১৬:১৩
এন্ড্রু কিশোরের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ক্যান্সারে আক্রান্ত সংগীত শিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসায় পূর্ণ দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১৯ জানুয়ারি) সিঙ্গাপুর দূতাবাসকে এন্ড্রু কিশোরের চিকিৎসার পুরো বিষয়টি তদারকি করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।


বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন।


সম্প্রতি শারীরিক কিছু জটিলতার কারণে গত এক মাস এন্ড্রু কিশোরকে কেমোথেরাপি দেয়া বন্ধ রেখেছিলেন চিকিৎসক। জরুরি ভিত্তিকে কয়েক ব্যাগ রক্তও দিতে হয়েছে তাকে।


সর্বশেষ খবর জানা গেছে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এন্ড্রু কিশোরের। শনিবার থেকে আবারো কেমোথেরাপি দেয়া শুরু করেছেন চিকিৎসকরা। বিষয়টি নিশ্চিত করেছেন এন্ড্রু কিশোরের স্নেহভাজন কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস।


তিনি বলেন, চিকিৎসার শুরুতে জানানো হয়েছিল, এন্ড্রু কিশোরকে ৬টি সাইকেলে ২৪টি কেমোথেরাপি দিতে হবে। ইতোমধ্যে তার ১৭টি কেমো সম্পন্ন হয়েছে। এবার শুরু হলো ১৮তম কেমোথেরাপিটি। এটা শেষ হলে আর এখনো ৬টি কেমো দেওয়া বাকি। আশা করা হচ্ছে চিকিৎসা শেষে সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন দাদা।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com