শিরোনাম
ঢাবিতে যাত্রাপালা ‘তাজমহল’ মঞ্চস্থ হবে শুক্রবার
প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৯, ১৯:৪৬
ঢাবিতে যাত্রাপালা ‘তাজমহল’ মঞ্চস্থ হবে শুক্রবার
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শুক্রবার বিকেল ৫টায় টিএসসি অডিটোরিয়ামে মঞ্চস্থ হতে যাচ্ছে যাত্রাপালা ‘তাজমহল’।


বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি গণমাধ্যমকে জানান ডাকসু’র সংস্কৃতি সম্পাদক আসিফ তালুকদার।


এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, মঙ্গল যাত্রা থিয়েটারের প্রযোজনায় একটি ঐতিহাসিক গল্পের আলোকে রচিত, ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়ের বহুল প্রচলিত যাত্রাপালা ‘তাজমহল’ এর কাহিনী আওরঙ্গজেব এর দিল্লীর সিংহাসন দখলকে কেন্দ্র করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দের সমন্বিত উদ্যোগে গঠিত সংগঠন মঙ্গল যাত্রা থিয়েটার যার ভিত্তি হল বাংলার প্রাচীন বহুল প্রচলিত সামাজিক প্রযোজনা যাত্রাপালা।


তিনি বলেন, এক সময় বাংলার সামাজিক-সাংস্কৃতিক প্রযোজনার অনেক বড় একটি আকর্ষণ ছিল এই যাত্রাপালা। সময়ের বিবর্তনে আধুনিক সংস্কৃতির যাঁতাকলে, মঞ্চনাটক ও থিয়েটারের বিলেতি সাজসজ্জায়, যাত্রাপালা বৃহত্তর জনগণের কাছে কেবল লোকসংস্কৃতি হিসেবে রয়ে যায়।


ডাকসু এবং মঙ্গল যাত্রা থিয়েটারের যৌথ এই আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালার বাস্তব রূপ তুলে ধরা হবে বলে জানান আসিফ তালুকদার।


বিবার্তা/রাসেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com