বইমেলায় চবি শিক্ষার্থী রিয়াদের বই ‘বেথলেহেমের বুকের বারুদ’
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৮
বইমেলায় চবি শিক্ষার্থী রিয়াদের বই ‘বেথলেহেমের বুকের বারুদ’
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

"অমর একুশে বইমেলা-২০২৫" এ প্রকাশিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের শিক্ষার্থী মুহাম্মাদ রিয়াদ উদ্দিন -এর প্রথম কাব্যগ্রন্থ ‘বেথলেহেমের বুকের বারুদ’।


শিল্পী ওয়ালিদ ইবনে হোসাইনের করা প্রচ্ছদে বয়ান পাবলিকেশন্স, ঢাকা থেকে শীঘ্রই প্রকাশিত হবে বইটি।


এ কাব্যন্থটি প্রকাশের আগেই আলোচনার শীর্ষে। কাব্যগ্রন্থটির নাম ও প্রচ্ছদ সর্বজনের প্রশংসা কুড়াচ্ছে ।


কাব্যগ্রন্থটিতে ফিলিস্তিন, প্রেম ও ফ্যাসিবাদী সময়ের এক নান্দনিক বয়ান। ভূমিকা লিখেছেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী, বিশিষ্ট কবি, সব্যসাচী লেখক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক ড. মহীবুল আজিজ। তিনি বলেন: ‘‘মুহাম্মাদ রিয়াদ উদ্দিনের ‘বেথলেহেমের বুকের বারুদ’ তাঁর তরুণ হৃদয়ের আবেগ ও রক্তক্ষরণের প্রকাশ। বর্তমান বিশ্ব এক অগ্নিগর্ভ গোলার্ধ হয়ে উঠেছে এবং কালক্রমে যেন এক ভয়ংকর অগ্নুৎপাতের দিকে তা ধাবমান। রিয়াদের কবিতায় সেই তাপের আভা ও আঁচ টের পাওয়া যাচ্ছে। রিয়াদ উদ্দিনের কবিতায় মধ্যপ্রাচ্য একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তাছাড়া সমকালীন জীবনের সংকটেও তাঁর কাব্যিক সাড়া লক্ষ করবার মতো।’’


বিশিষ্ট কবি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সুজন আরিফ বলেন: ‘‘কবিতার করদ রাজ্যে মুহাম্মাদ রিয়াদ উদ্দিন এক পরিশ্রমী প্রজা। এই প্রজার প্রথম চাষাবাদকৃত ফসল ‘বেথলেহেমের বুকের বারুদ’। মধ্যপ্রাচ্য পেরিয়ে এই বারুদ ছড়িয়ে পড়েছে বঙ্গীয় জনপদে। ফ্যাসিবাদি সময়ের পাটাতনে প্রেমের শরাব পান করে রিয়াদ উদ্দিন বারুদ এবং ভালোবাসার এক অভিনব মিশ্রণ ঘটিয়েছেন।’’


প্রসঙ্গত, মুহাম্মাদ রিয়াদ উদ্দিন নিঝুম দ্বীপের দেশ নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি পড়ালেখা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। দীর্ঘ সময় ধরে নিয়মিত লিখছেন দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায়। ‘বেথলেহেমের বুকের বারুদ’ এটি তাঁর প্রথম কাব্যগ্রন্থ।


উল্লেখ্য, বইটি পাওয়া যাবে সোহরাওয়ার্দী উদ্যানে মক্তব প্রকাশনের ৪০ নং স্টলে এবং যেকোনো সময় ০১৮২০৯৩৭৮৫১ নাম্বারে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা কল করে।


বিবার্তা/মহসিন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com