শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো সীরাত মাহফিল ২০২৫।
বৃহস্পতিবার (৯ জানুয়ারী) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের(টিএসসি) অডিটোরিয়ামে বেলা ৩ টা থেকে শেকৃবির ছাত্র পরামর্শক অধ্যাপক আসহাবুক হক এর সভাপতিত্বে সীরাত মাহফিল ২০২৫ এর অনুষ্ঠানটি শুরু হয়।অনুষ্ঠানটি বেলা ৩ টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৯ টায় শেষ হয়।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো সীরাত মাহফিল ২০২৫ অনুষ্ঠানটি আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ। বেলা ৩ ঘটিকার পূর্বেই শিক্ষার্থীরা টিএসসির অডিটোরিয়ামে উপস্থিত হতে থাকেন।
মাহফিলে আলোচনা করেন জাতীয় মসজিদ বায়তুল মুকাররম এর খতিব মুফতি আব্দুল মালেক সাহেব (দা. বা.),আরো আলোচনা করেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এবং আবু ত্বহা মুহাম্মাদ আদনান।
মাহফিলটিতে উপস্থিত হন শেকৃবির উপাচার্য অধ্যাপক মো:আব্দুল লতিফ।এসময়ে আরো উপস্থিত হন বিশেষ অতিথি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মাদ রাশেদুল ইসলাম, উপ-উপাচার্য মোঃ বেলাল হোসেন,কৃষি ব্যবসা ও ব্যবস্থাপনা অনুষদের ডীন অধ্যাপক জাকির হোসেন, শেকৃবির প্রক্টর অধ্যাপক আরফান আলী সহ আরো অনেক ব্যাক্তিবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মাদ রাশেদুল ইসলাম বলেন, ৬ মাস আগেও কঠিন ছিল এই রকম সীরাত মাহফিল প্রোগ্রাম আয়োজন করা।
প্রধান অতিথির বক্তব্যে শেকৃবি উপাচার্য অধ্যাপক মো:আব্দুল লতিফ যুব সমাজের উদ্দেশ্য বলেন, রাসূল (সা.) এর জীবন আদর্শ যুবকদের জীবনে ধারণ করা,দুনিয়াতে সেই আদর্শগুলো প্রতিফলিত করা এবং আখিরাতে জান্নাত লাভের উদ্দেশ্যে আল্লাহুর আনুগত্য করা এবং রাসূল(স:) এর দেখানো পথে চলা।
মাহফিলের সমাপনী বক্তব্য রাখেন শেকৃবির ছাত্র পরামর্শক ও উক্ত সীরাত মাহফিলের সভাপতি অধ্যাপক আসহাবুল হক।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]