কুবি ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ, সেক্রেটারি মাজহারুল
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ১৩:২৩
কুবি ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ, সেক্রেটারি মাজহারুল
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখায় শীর্ষ দুই পদ পুনর্বহাল রেখেই ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ বর্ষের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী হাফেজ ইউসুফ ইসলাহী এবং সেক্রেটারি হিসেবে একই শিক্ষাবর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শেখ মাজহারুল ইসলাম। সদ্য সাবেক কমিটিতেও তারা একই পদে দায়িত্ব পালন করেছেন।


শনিবার (৪ জানুয়ারি) নতুন কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন সভাপতি শেখ মাজহারুল ইসলাম।


তিনি জানান, গতকাল রাত ৮টার দিকে মহানগর শিবিরের মিলনায়তনে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালটে সদস্যের সকলের ভোটে সভাপতি নির্বাচন করা হয়েছে। পরবর্তীতে মনোনয়নের ভিত্তিতে সেক্রেটারি নির্বাচন করা হয়। তবে সেখানে সদস্যদের পরামর্শ নেওয়া হয়।


এর আগে গত বছরের ১৯ নভেম্বর প্রথমবারের মত কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারি আত্মপ্রকাশ করেন।


নতুন কমিটি নিয়ে সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী বলেন, 'ছাত্রশিবির একটি গতিশীল সংগঠন হওয়ার কারণে প্রতিবছরের ডিসেম্বরের শেষ দিকে কেন্দ্রীয় সদস্য সম্মেলন হয়। এরপর থেকেই সারাদেশে সকল শাখায় নতুন প্রেসিডেন্ট-সেক্রেটারি মনোনিত করা হয়। সেই ধারাবাহিকতায় শুক্রবার (৩ জানুয়ারি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।'


বিবার্তা/প্রসেনজিত/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com