৫৯ বছরে পদার্পণ চবির: অর্জন সংকটে শিক্ষার্থীদের প্রত্যাশা
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ০৩:১৮
৫৯ বছরে পদার্পণ চবির: অর্জন সংকটে শিক্ষার্থীদের প্রত্যাশা
মহসিন, চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেশের তৃতীয় ও আয়তনে সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পাহাড়ঘেরা নান্দনিক সৌন্দর্যের প্রতিষ্ঠানটি ১৯৬৬ সালের ১৮ নভেম্বর থেকে যাত্রা করে সুদীর্ঘ ৫৮ বছর পারি দিয়ে ৫৯ বছরে পা রেখেছে । ৫৮ বছরের পথচলায় বিশ্ববিদ্যালয়ের প্রাপ্তির ঝুড়ি যেমন অনেকটা পূর্ণ হয়েছে, তেমনই কিছু অপ্রাপ্তির বোঝা এখনও বয়ে বেড়াতে হচ্ছে।


আজ ১৮ নভেম্বর, সোমবার বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনে বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাসটি। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনাগুলোতে করা হয়েছে আলোকসজ্জা। দিনব্যাপী নানা আয়োজনে রয়েছে র‌্যালি, কেক কাটা, স্মৃতিচারণা ও আলোচনা সভা।


শুরুর ইতিহাস: মাত্র ৮ জন শিক্ষক ও ২০৪ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছিল বিশ্ববিদ্যালয়টি। প্রথমে চালু হয় বাংলা, ইংরেজি, ইতিহাস ও অর্থনীতি-এ চার বিভাগ। বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্বে ছিলেন অধ্যাপক ড. আজিজুল রহমান মল্লিক।


বর্তমান চিত্র : বর্তমানে বিশ্ববিদ্যালয়টির প্রায় ৩০ হাজার শিক্ষার্থীকে পাঠদানের জন্য রয়েছেন প্রায় এক হাজার গুণী শিক্ষক। ৯টি অনুষদের অধীনে ৪৮টি বিভাগ ছাড়াও রয়েছে ৬টি ইনস্টিটিউট, ৫টি গবেষণা কেন্দ্র, ২৫টি অধিভুক্ত কলেজ। ছেলেদের ৯টি ও মেয়েদের ৫টি হলে হলে ৭ হাজার শিক্ষার্থীর আসনের


মোট ১৪টি আবাসিক হল ও ২টি হোস্টলে রয়েছে। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে রয়েছে শাটল ট্রেন।


যাদের মহিমায় মহিমান্বিত চবি : বাংলাদেশের একমাত্র নোবেল পুরস্কার বিজয়ী ও অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের স্বনামধন্য শিক্ষক ছিলেন। বিশ্বখ্যাত বিশ্বতত্ত্ববিদ, পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম এই বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক ছিলেন। যিনি শুধু দেশের টানে বিদেশের চাকরির লোভনীয় প্রস্তাব ছেড়ে দেশে ফিরে এসেছিলেন। ঐতিহাসিক ও শিক্ষাবিদ আবদুল করিম, একুশে পদকজয়ী সাহিত্যিক ও শিক্ষাবিদ ড. আনিসুজ্জামান, শিক্ষাবিদ আহমদ শরীফ, হুমায়ুন আজাদ, চিত্রশিল্পী রশিদ চৌধুরী, কলামিস্ট আবুল মোমেন এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। সাবেক জাতীয় অধ্যাপক সৈয়দ আলী আহসান, অপরাজেয় বাংলার স্থপতি ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ, ঔপন্যাসিক আলাউদ্দিন আল আজাদ, সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন, অধ্যাপক ড. আনিসুজ্জামান, মুর্তজা বশীর, ঢালী আল মামুনসহ দেশবরেণ্য বহু কীর্তিমান মনীষীর জ্ঞানের আলোয় উদ্ভাসিত এ বিশ্ববিদ্যালয়।


বিশ্ববিদ্যালয়ের অর্জনসমূহ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বহুমুখী গবেষণা কার্যক্রম দেশ-বিদেশে স্বীকৃত। ১. জীববিজ্ঞান ও কৃষি গবেষণা: বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ এবং ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্স গবেষণায় উল্লেখযোগ্য অবদান রেখেছে। বিশেষ করে সামুদ্রিক জীববিজ্ঞান এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের বাস্তুসংস্থান সংরক্ষণে। ২. ফার্মেসি ও রসায়ন গবেষণা: বিভিন্ন ওষুধ আবিষ্কার এবং নতুন রসায়নিক যৌগ তৈরিতে গুরুত্বপূর্ণ গবেষণা পরিচালনা করা হয়েছে। ৩. বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জাতীয় বিতর্ক প্রতিযোগিতা, আন্তর্জাতিক গণিত ও পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড, আইসিটি এবং উদ্ভাবনমুখী প্রকল্পে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।


রয়েছে স্বতন্ত্র বিভাগসমূহ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিছু অনন্য বিভাগ রয়েছে যা বিশেষ খ্যাতি অর্জন করেছে। মেরিন সায়েন্স (সামুদ্রিক বিজ্ঞান) বিভাগ, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ, ফরেস্ট্রি এবং পরিবেশবিদ্যা বিভাগ উল্লেখযোগ্য।


সংকট ও শিক্ষার্থীদের প্রত্যাশা: ২৩১২ একরের সুবিশাল এ ক্যাম্পাসের অনেক অর্জনের পাশাপাশি রয়েছে নানাবিধ সংকট। দীর্ঘ ৫৮ বছরেও বিশ্ববিদ্যালয়টি একটি টিএসসি পায়নি, যা শিক্ষক শিক্ষার্থীদের মাঝে নেটওয়ার্ক তৈরিতে কাজ করে। রয়েছে আবাসিক সংকট ও যাতায়াতের দুর্ভোগ। ৩০ হাজার শিক্ষার্থীর জন্য মাত্র ৭হাজার আবাসিক আসন বরাদ্দ থাকায় অধিকাংশ শিক্ষার্থীকে বাধ্য হয়ে ক্যাম্পাস থেকে ২২ কি.মি. দূরত্বের শহরে থাকতে হয়। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রয়েছে কেবল দুটি শাটল ট্রেন যা শিক্ষার্থীদের সংখ্যার তুলনায় খুবই অপ্রতুল। গবেষণা থেকে পিছিয়ে থাকায় আন্তর্জাতিক র‍্যাংকিং এ সম্মানজনক স্থান করে নিতে পারছে না বিশ্ববিদ্যালয়টি।


নেই চাকসুর কার্যক্রম: শিক্ষার মান, শিক্ষার্থীদের মানসিক সংস্কৃতির বিকাশ, ছাত্র-ছাত্রীদের মধ্যকার পারস্পরিক সৌহার্দ্যবোধ ও রাষ্ট্রের দমনপীড়নের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখার জন্য গঠিত হওয়া চাকসুর কার্যক্রম নেই ৩৪ বছর যাবৎ। যার ফলে ছাত্ররাজনীতির সুষ্ঠু চর্চা লক্ষ্য করা যায় না চবিতে।


এতসব সংকটের সমাধান চায় শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা বিশ্ববিদ্যালয়ের যাবতীয় সংকট দূর করে আন্তর্জাতিক মানে পৌঁছানো।


বিবার্তা/মহসিন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com