ইবির পাঁচ বিভাগে নতুন সভাপতি নিয়োগ
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৩
ইবির পাঁচ বিভাগে নতুন সভাপতি নিয়োগ
ইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ বিভাগে নতুন সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে।


১৮ সেপ্টেম্বর, বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এ তথ্য জানা যায়।


এর মধ্যে, ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে সহকারী অধ্যাপক মেহেদী হাসান, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে সহকারী অধ্যাপক আতিফা কাফী, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম ও সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগে সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নতুন সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। আগামী আগামী ২১ সেপ্টেম্বর থেকে পরবর্তী ৩ বছর তারা এ দায়িত্ব পালন করবেন।


ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের নতুন নিয়োগপ্রাপ্ত সভাপতি সহকারী অধ্যাপক মেহেদী হাসান বলেন, ‘নিয়োগের চিঠি হাতে পেয়েছি। বিভাগের সকল সংকট নিরসনে সকলকে সাথে নিয়ে কাজ করে যাবো। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছি।’


বিবার্তা/জায়িম/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com