
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন ছাত্র সংসদের ২০২৪ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন স্নাতকোত্তর বর্ষের শিক্ষার্থী (৪৮ ব্যাচ) মো: রাসেল আকন্দ এবং সাধারণ সম্পাদক (জিএস) হয়েছেন স্নাতক চতুর্থ বর্ষের (৪৯তম ব্যাচ) শিক্ষার্থী রফিকুল ইসলাম (সিফাত)।
বৃহস্পতিবার রাত ১১ টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মোহাম্মদ উল্লাহ।
সংসদের বিজিত অন্য সদস্যরা হলেন সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মো. সৌরভ হাসান, কোষাধ্যক্ষ মোঃ ওয়াসিফ জাহিন ইলাহী, ক্রীড়া বিষয়ক সম্পাদক আসিফ মাহমুদ, ক্রীড়া বিষয়ক সহ-সম্পাদক আজিজুল হাকিম আকাশ, সাহিত্য বিষয়ক সম্পাদক মাহবুবা সুলতানা, সাহিত্য বিষয়ক সহ- সম্পাদক রাসেদ ইসলাম, পাঠাগার বিষয়ক সম্পাদক মো. আলমগীর মিয়া, পাঠাগার বিষয়ক সহ-সম্পাদক মো. পারভেজ হাসান।
সংস্কৃতি বিষয়ক সম্পাদক জান্নাতুল মৌয়া ইমু , সংস্কৃতি বিষয়ক সহ-সম্পাদক স্বপন রায়, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক কামরুল হাসান রামীম, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক সাগর হোসেন, ক্যারিয়ার বিষয়ক সম্পাদক শেখ অম্লান আহমেদ প্রাচুর্য, ক্যারিয়ার বিষয়ক সহ-সম্পাদক মো. আকিব সুলতান অর্ণব, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নাফিসা রুশদ, সমাজকল্যাণ বিষয়ক সহ-সম্পাদক নিয়াজ রহমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. নাহিদ চৌধুরী , প্রচার ও প্রকাশনা বিষয়ক সহ-সম্পাদক মোছা. সুমাইয়া আক্তার, গবেষণা ও দপ্তর বিষয়ক সম্পাদক মো. শিমুল আখতার, গবেষণা ও দপ্তর বিষয়ক সহ-সম্পাদক শরীফ মুহাম্মদ।
এছাড়াও কার্যকরী সদস্যরা হলেন মো. মাহফুজ্জামান, মৌসুমি খাতুন, মো. হাসিবুর রহমান, মো. জিহাদ মোল্যা, মোহাম্মদ আব্দুল হাকিম আল-জাবেদ ও তাসনিয়া তাসনিম।
প্রধান নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক মোহাম্মদ উল্লাহ বলেন, যেখানে অনেকগুলো বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত ক্লাস শুরু করতে পারেনি সেখানে আমরা সুষ্ঠু একটা ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করতে পেরেছি। এটা একটা আমাদের সম্মিলিত অর্জন। আমি আশা রাখব নির্বাচিতরা সংসদকে ক্ষমতা নয় দায়িত্ব, কর্তৃত্ব নয় কর্তব্য হিসেবেই নেয়।
বিবার্তা/আয়েশা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]