
আগামী দুই বছরের জন্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী।
২০ মার্চ, বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকীকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হিসেবে যোগদানের তারিখ থেকে পরবর্তী ০২ (দুই) বছরের জন্য নির্দেশক্রমে নিয়োগ প্রদান করা হল।
নবনিযুক্ত প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ হিসেবে আমি আবাসিক ছাত্রদের অধিকার নিশ্চিত করতে চেষ্টা করব। ডাইনিংয়ে মানসম্মত খাবার এবং হলে পড়ালেখার সুন্দর পরিবেশ সৃষ্টি ও বজায় রাখতে সচেষ্ট থাকব। দায়িত্ব পালনে আমি হলের সম্মানিত হাউজ টিউটর ও শিক্ষার্থীদের গঠনমূলক মতামত এবং সহযোগিতা প্রত্যাশা করছি।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি প্রশাসনের অব্যবস্থাপনা এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে অধ্যাপক ড. মোহাম্মদ তোফায়েল হোসেন মজুমদার প্রাধ্যক্ষের পদ হতে পদত্যাগ করেন। ফলে বিগত এক মাস যাবৎ আবাসিক এই হলটি প্রাধ্যক্ষহীন ছিল।
বিবার্তা/প্রসেনজিত/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]