
জামালপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ে কমেন্সিং ডে উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২৫ জানুয়ারি, বৃহস্পতিবার সকালে শহরের পাঁচ রাস্তা মোড় সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস হতে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে দিনব্যাপী নানা কর্মসূচি উদ্যাপিত হয়।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টির নির্বাহী পরিচালক মির্জা আজম এমপি, বোর্ড অব ট্রাস্টির সদস্য জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, পৌর মেয়র ছানোয়ার হোসেন, উবায়দুল্লাহ সুজা, ভারপ্রাপ্ত রেজিস্টার মোহাম্মদ গোলাম মওলাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বিবার্তা/ওসমান/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]