শিক্ষার্থীদের অবিলম্বে মানসম্মত ত্রুটিহীন বই সরবরাহের দাবি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ১৯:৪৬
শিক্ষার্থীদের অবিলম্বে মানসম্মত ত্রুটিহীন বই সরবরাহের দাবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রাথমিক ও মাধ্যমিক স্তরে অবিলম্বে মানসম্মত ও ত্রুটিহীন বই সরবরাহের দাবি করেছে জাতীয় শিক্ষা ও সংস্কৃতি আন্দোলনের আহ্বায়ক একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মাহমুদ সেলিম ও সদস্য সচিব রুস্তম আলী খোকন।


বিবৃতিতে নেতৃবৃন্দ নিম্নমানের কাগজে বই ছাপানোর তীব্র সমালোচনা করে বলেন, জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বই ছাপাতে কাগজের উজ্জ্বলতা ৮৫ শতাংশ হতে ৮০ শতাংশ নামিয়ে এনেছে। ফলশ্রুতিতে বই এর ছাপা হয়েছে নিম্নমানের। বেশকিছু মুদ্রণ প্রতিষ্ঠান এই মানের চেয়েও নিম্নমানের
কাগজে বই ছাপায় বেশ কিছু অঞ্চলের ছাত্রছাত্রীরা লেপ্টে যাওয়া বই পেয়েছে; ফলে বিভিন্ন অঞ্চলে বেশ কিছু বই পড়ার অযোগ্য হয়েছে। বিবৃতিতে এক্ষেত্রে যে সকল প্রতিষ্ঠান এই কাজের জন্য দায়ী তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্হা গ্রহণ করার দাবি করা হয়।


বিবৃতিতে বলা হয়, সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে প্রায় ৩ কোটি ৮১ লাখ ছাত্রছাত্রীদের মধ্যে প্রায় ৩০ কোটি ৭২ লাখ বই বিনামূল্যে বিতরণ করা হয়। বিস্ময়ের সাথে লক্ষ্য করা যায়, প্রতিবছরই পুস্তক প্রকাশে কোন না কোন ত্রুটি, অনিয়ম হয়ে থাকে, যার ভুক্তভোগী হয় কোমলমতি শিশু কিশোর ছাত্র ছাত্রীরা।


বিবৃতিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে আরও শক্তিশালী ও জবাবদিহিতার আওতায় আনার দাবি জানানো হয়।


অবিলম্বে সকল বই প্রকাশ করে আগামী ১০ জানুয়ারীর মধ্যে ছাত্র ছাত্রীদের নিকট পৌঁছে দেয়ার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, বেশ কিছু মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান ৩১ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দের মধ্যে ছাত্র ছাত্রীদের ভর্তি করা না হলে বই দেয়া হবে না বলে অভিভাবকদের মোবাইলে বার্তা দিয়েছে। কোন কোন স্কুলে শিশুদের বইও দেয়া হয়নি। অভিভাবকদের অভিযোগ- ভর্তি না করলে সন্তানকে বই দেয়া হবে না - এমন বক্তব্যও প্রদান করছে। মাধ্যমিক স্তরের বেশ কিছু বিদ্যালয় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে নিজেদের সিদ্ধান্তে ছাত্র বেতন বৃদ্ধি করেছে। সেশন ফি’র নামে আট থেকে দশ হাজার টাকা নিচ্ছে।


বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকার ছাত্র বেতন বৃদ্ধির কোন সিদ্ধান্ত নেয়নি। যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র ছাত্রীদের ভর্তি ক্ষেত্রে সরকার নির্ধারিত অংকের চেয়ে বেশি টাকা নিচ্ছে সেসকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্হা গ্রহণের জোর দাবি জানান।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com