
২০২৪ সালে প্রাথমিকের সঙ্গে মিল রেখে সরকারি ও বেসরকারি মাদ্রাসার মোট ছুটি ৬০ দিন করা হয়। এর মধ্যে তিন দিন প্রতিষ্ঠান প্রধানের সংরক্ষিত ছুটি। এবার মাদ্রাসার ছুটিও বাড়ানোর উদ্যোগ নিচ্ছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
শিক্ষকরা বলছেন, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় এবং মাদ্রাসার বার্ষিক ছুটির বৈষম্য অনেক দিনের। এবার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ৭৪ বা ৭৬ দিন রয়েছে। সেখানে মাদ্রাসার ছুটি মাত্র ৬০ দিন। একই সিলেবাসে পড়ানোর পরও তারা ১৬ দিন ছুটি বেশি পাচ্ছে। আর মাদ্রাসার শিক্ষকরা ছুটি পাচ্ছেন মাত্র ৬০ দিন।
নিজেদের ক্ষোভের কথা জানিয়েছেন কয়েকজন মাদ্রাসা শিক্ষক। এর পরিপ্রেক্ষিতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মাদ্রাসার ছুটিও বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, ক্লাস-পরীক্ষার রুটিনসহ বিভিন্ন কারণে ছুটির ভিন্নতা থাকে। তবে মাদ্রাসার ছুটি সমান না হলেও যাতে মাধ্যমিক ও প্রাথমিকের কাছাকাছি থাকে, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিগগিরই এ বিষয়ে জানিয়ে দেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২১ ডিসেম্বর ছুটির তালিকা প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। সে অনুযায়ী, চলতি বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি থাকার কথা ছিল ৬০ দিন। তবে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ১৬ দিন বেশি ছুটি থাকায় প্রাথমিকের শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করেন। এরপরই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি ১৬ দিন বাড়িয়ে নতুন করে শিক্ষাপঞ্জিকা প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]