কর্ণফুলীতে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের বই উৎসব
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ১৩:০৮
কর্ণফুলীতে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের বই উৎসব
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের কর্ণফুলীতে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম- ষষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় ‘বই উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলার চরলক্ষ্যা গ্রামের শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।


স্কুল কমিটির সভাপতি বাসু কুমার দে এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ের স্টেশন মাস্টার শ্রী সুমন দাশ।


অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন কর্ণফুলী উপজেলা আ. লীগের উপদেষ্টা ডা. নারায়ন চন্দ্র দাশ।এতে বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা পূজা কমিটির সভাপতি শ্রী রূপেন চৌধুরী, খোকন কান্তি দাশ, অনিল বল, রঞ্জিত চৌধুরী, অজয় দে, জয় দাশ প্রমুখ ।


এছাড়া অনুষ্ঠানে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।


উল্লেখ, এই প্রকল্পের আওতায় সারাদেশে সাত হাজার ৪০০টি শিক্ষাকেন্দ্রে দুই লাখ ২২ হাজার শিক্ষার্থীর মাঝে ৬,৮৯,৮২০টি বই বিতরণ করা হয়।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com