ইবি শিক্ষক সমিতির নির্বাচন ১৯ ডিসেম্বর
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৩
ইবি শিক্ষক সমিতির নির্বাচন ১৯ ডিসেম্বর
ইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনের রিটার্নিং অফিসার অধ্যাপক মিজানুর রহমান স্বাক্ষরিত নির্বাচনী তফশিল থেকে এ তথ্য জানা যায়। এদিকে দেশের বিরাজমান পরিস্থিতি বিবেচনায় এ নির্বাচনকে বর্জন করেছে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) ও সাদা দল।


১০ ডিসেম্বর, রবিবার সংগঠনগুলোর নেতারা এ তথ্য নিশ্চিত করেছেন।


বর্তমান সরকারকে ফ্যাসিবাদী শাসকদল উল্লেখ করে বিএনপিপন্থি শিক্ষকরা বলেন, ‌‌‘সরকার কর্তৃক গণতন্ত্র হরণ, মানবাধিকার লঙ্ঘন, বিরোধী মত দমন করে পূর্বের ন্যায় একতরফা একটি জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রতিবাদ এবং সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনায় আমরা এ সিদ্ধান্তে উপনীত হয়েছি।’


এছাড়া বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ না করতে অনুরোধ জানান তারা।


নির্বাচন বর্জন করায় মনোনয়নপত্র দাখিলের শেষ সময়েও (রবিবার) মনোনয়নপত্র গ্রহণ করেনি বিএনপিপন্থি শিক্ষকরা। এদিকে নির্বাচনে ১৫ টি পদে মনোনয়নপত্র জমা দিয়েছে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন শাপলা ফোরাম ও জামায়াতপন্থিদের সংগঠন গ্রীন ফোরাম। আগামী ১২ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদান ও ১৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রদান করা হবে বলে জানা গেছে।


নির্বাচনের রিটার্নিং অফিসার অধ্যাপক মিজানুর রহমান বলেন,‘মনোনয়নপত্র গ্রহণের সর্বশেষ সময় পর্যন্ত ৪৬ টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। আশা করি উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে। কারো নির্বাচন বর্জন নির্বাচনকে প্রভাবিত করবে না।’


বিবার্তা/জায়িম/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com